ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • শুনহ নাগর, গুণের সাগর
    “শুনহ নাগর, গুণের সাগর এই সে মহিমা তোর। অবলা অখলে ফেলাইলা জলে কে আর আছয়ে মোর।। তোমার শীতল চরণ দেখিয়ে দেখি এ কুলের বালা। ছায়ার কারণে শীতল বলিয়া তাহে ভেল এত জ্বালা।। সিন্ধু দেখি মোরা তৃষ্ণা পাই ভোরা পিয়াস যাইব দূর। অধিক বাড়ল পিয়াস অন্তর মনমথ নাহি পূর।। ছায়ার কারণে তরুরে সেবিনু তাপ হইল বড়ি। […] keyboard_arrow_right
  • শুনহ সজনি আর কি দেখহ
    শুনহ সজনি আর কি দেখহ মরণ হইল সারা। যাইয়া যমুনা মরিব সজনি এ শুন আমার ধারা।। এই মনে ঠানি সকল গোপিনী যাইয়া যমুনাকূলে। সব গোপীগণ হেন কৈল মন ঝাঁপ দিতে সেই জলে।। বুঝিল নিশ্চয় সেই যদুরায় স্ত্রীবধ পাতকী ভয়ে। আসি দেখা দিল সেই সে নাগর বচন মধুর কয়ে।। দেখিয়া নাগর গুণের সাগর নবীন ব্রজের রামা। […] keyboard_arrow_right
  • শুনহ সজনি আর কি দেখহ
    “শুনহ সজনি আর কি দেখহ মরণ হইল সারা। যাইয়া যমুনা মরিব সজনি এ শুন আমার ধারা।।” এই মনে ঠানি সকল গোপিনী যাইয়া যমুনাকূলে। সহ গোপীগণ হেন কৈল মন ঝাঁপ দিতে সেই জলে।। বুঝিল নিশ্চয় সেই যদুরায় স্ত্রী- বধ-পাতকী ভয়ে। আসি দেখা দিল সেই সে নাগর বচন মধুর কয়ে।। দেখিয়া নাগর গুণের সাগর নবীন ব্রজের রামা। […] keyboard_arrow_right
  • শুনহ সুন্দরি কি রূপ তোর
    শুনহ সুন্দরি কি রূপ তোর। হেরিতে হরল মরম মোর।। মদন সদন বদনচান্দ। ভুরু সে মুরতি সুরতফান্দ।। অরুণ তরুণ অধরকাঁতি। নিন্দিত মোতিম দশনপাঁতি।। তীল কুসুম সুষম নাসা। শ্যাম চাঁচর চিকুর পাশা।। অমল কমল লোচন জোর। তরল করল হৃদয় মোর।। রুচির চিবুক মধুর গীম। বিবিধ শিলপ শকতি সীম।। কনক দাড়িম কুচক জোর। মুনিক মানস চতুর চোর।। ভণয়ে […] keyboard_arrow_right
  • শুনহ সুন্দরী রাধা
    শুনহ সুন্দরী রাধা। যে জন পরশে লাখ সুধানিধি সে জনে কেন বা বাধা।। তোমার লাগিয়া যেমন যোগিনী ভজয়ে পরম পদ। তেন মত শ্যাম তোমার ধেয়ানে তারে কেন কর বধ।। রস রস পর আর রস পর পাঁচ রস আট মিঠ। বেদ গুণ গুণ গুণ রস পর সায়র অমিয়া বিঠ।। সে জন রসের সমুদ্র থাকিতে পিয়াসে মরয়ে […] keyboard_arrow_right
  • শুনহুঁ সুন্দরি মঝু অভিলাষ
    শুনহুঁ সুন্দরি মঝু অভিলাষ। ব্রজপুর প্রেম করব পরকাশ।। গোপ গোপাল সব জন মেলি। নদীয়া নগর পর করবহুঁ কেলি।। তনু তনু মেলি হোই এক ঠাম। অবিরত বদনে বলব তুয়া নাম।। ব্রজপুর পরিহরি কবহুঁ না যাব। ব্রজ বিনু প্রেম না হোয়ব লাভ।। ব্রজপুর ভাবে পূরব মনকাম। অনুভবি জানল দাস বলরাম।। keyboard_arrow_right
  • শুনহে বলাই দাদা
    “শুনহে বলাই দাদা। আজি বন-ভোজনে কি হইল কাননে সকল হইল বাধা।। এমন কে জানে না শুনি শ্রবণে শাঙলী ধবলী হারা !” এ বোল বলিতে হেদে আচম্বিতে যুগল নয়নে ধারা।। “কি বলিব কায় যশোমতী মায় হারাল শাঙলী গাই। মোরে কি বলিবে এ মন্দ কহিবে সেই যশোমতী মাই।।” বলিছে রাখাল– “শুনহে গোপাল, আমরা কহিব গিয়া। আচম্বিতে গাই […] keyboard_arrow_right
  • শুনহে নাগর গুণমণি
    “শুনহে নাগর গুণমণি। এক রন্ধ্রে দুজনাতে বাজাহ ভালই মতে যেমন মধুর উঠে ধ্বনি।।” শুনিয়া রাধার বাণী হাসিল সে গুণমণি মধুর বাঁশীতে দিল ফুঁক । “রাধা-কৃষ্ণ”–দুটি নাম ধ্বনি উঠে অনুপাম শুনিতে মধুর অতি সুখ।। এক রন্ধ্রে দুই জনে বায়ে বাঁশী ঘনে ঘনে মৃত তরু মুঞ্জরিতে চাহে। যমুনার যত নীর কূলে পড়ে সু-ধীর গান শুনি পরাণ মিলায়ে।। […] keyboard_arrow_right
  • শুনহে নাগর রায়
    “শুনহে নাগর রায়। কি বলিব রাঙ্গা পায়।। আমরা কুলের ঝি। তোমারে বলিব কি।। যে ভজে তোমার পায়। সে জন তোমারে ধ্যায়।। আন কি জানিএ মোরা। তুমি নয়নের তারা।। যে বল সে বল মোরে। ছাড়িতে নারিব তোরে।। তোমার মুরলী শুনি। ধাইয়া আইলুঁ আমি।। শুন হে পুরুষ-ভূষণ। তুয়া মুখে এমন বচন।। কি বলিব আমরা অবলা। আমি হই […] keyboard_arrow_right
  • শুনহে নাগর শরণ যে লয়
    শুনহে নাগর শরণ যে লয় তারে সে এমন কর। সরল হৃদয় সরল স্বভাবে সবারে করিয়া জর।। “শ্যাম শ্যাম”–বলি শ্যামরী সকল শ্যামল হইয়া গেল। সঘনে সঘনে সে গুণ ভাবিতে কূলে তিলাঞ্জলি দিল।। সুজন পীরিতি সুখের আরতি সে ভেল গরলময়। সুখ দূরে গেল। দুখ অবশেষ মরণ হইল ভয়।। সময় হইল দশমী দশার এই সে সকল মোয়। শরণ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ