ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • সজনি ঐছন মন অনুমান
    সজনি ঐছন মন অনুমান। অতনুক তূণ শূন অনুমানিয়ে জানিয়ে নিশি অবসান।।ধ্রু।। ধূমল অমল কমল তলপোপরি কলপিত বেশ বিথার। সরস অলস ভর উভয় কলেবর বাস বদল ছিন হার।। ভুজে ভুজ আপি ঝাঁপি মুখে মুখ ধরু হিয়ে হিয়ে কুচযুগ জোড়ি। জঘনহি জঘন সঘন তড়িতাম্বর দর ঘরমাইত ভোরি।। শেষ রজনি জনি জানি সজনি পুনি দ্বিজকুলে করহ আদেশ। নিশবদ […] keyboard_arrow_right
  • সজনি কি কহব তোহারি সোহাগ
    সজনি কি কহব তোহারি সোহাগ। সো প্রিয়তম তন বয়ন নয়ন মন এক তোহারি অনুরাগ।।ধ্রু।। কত কত নাগরী সব গুণে আগরি করু কত নয়নতরঙ্গ। সো যব আওল কছু ও না জানল তুয়া রস গমনতরঙ্গ।। তুয়া গুণ গুণিগুণি কুঞ্জসদনে পুনি জর জর বিরহ হুতাশ। প্রেমতরঙ্গিণী তুহু রসরঙ্গিণী অব চলু সো পিয়াপাশ।। বহু মণিভূষণ জানহু দূষণ যো রহে […] keyboard_arrow_right
  • সজনি না কহ ও সব কথা
    সজনি,না কহ ও সব কথা। কালিয়া পীরিতি যার মরমে লাগিয়াছে জনম অবধি তার ব্যথা।। কালিন্দীর জল নয়ানে না হেরি বয়ানে না হেরি কালা। দিবস রজনী আন নাহি জানি কালা হৈল জপমালা।। বঁধুর লাগিয়া যোগিনী হইব কুণ্ডল পরিব কাণে। সবার আগে বিদায় হইয়া যাইব গহন-বনে।। গুরু পরিজন বলে কুবচন না যাব লোকের পাড়া। চণ্ডীদাস কহে কানুর […] keyboard_arrow_right
  • সজনি লো সই
    সজনি লো সই। খানিক দাঁড়াও শ্যামের বাঁশীর কথা কই।। শ্যামের বাঁশীটি দু’পুরে ডাকাতি সরবস হরি নিল। হিয়া দগদগি পরাণ পাগলী কেন বা এমতি কৈল।। এমতি বেভার না বুঝি তাহার পীরিতি তাহার সনে। গোপত করিয়া কেন না রাখিলে বেকত করিলে কেনে।। দোষ পরিহরি বাঁশীটি সম্বর মো হয় তাকর দাসী। চণ্ডীদাস ভণে সম্বরহ মনে কালার সরবস বাঁশী।। keyboard_arrow_right
  • সজনি লো সই
    সজনি লো সই। তিলেক দাঁড়াও খানিক শ্যামের বাঁশীর কথাটি কই।। ধ্রু।। শ্যামের বাঁশীটি দুপুর‍্যা ডাকাতি সরবস হরি নিল। হিয়া দগদগি পরাণ-পাগলী কেন বা এমতি কৈল।। এমতি বেভার না বুঝি তাহার পীরিতি যাহার সনে। গোপত করিয়া কেন না রাখিলে বেকত করিলে কেনে।। দোষ পরিহর বাঁশীটি সম্বর আমরা তোমার দাসী। চণ্ডীদাস ভণে কহিছ কেমনে কানু-সরবস বাঁশী। keyboard_arrow_right
  • সজনি শুন গো মানুষের কাজ
    সজনি, শুন গো মানুষের কাজ। এ তিন ভুবনে সে সব বচনে কহিতে বাসিবেক লাজ।। কমল উপরে জলের বসতি তাহাতে বসিল তারা। তাহাদের তাহাদের রসিক মানুষ পরাণে হানিছে হারা।। সুমেরু উপরে ভ্রমর পশিল ভ্রমর ধরি ফুল। তাহাদের তাহাদের রসিক মানুষ হারায়েছে জাতি কুল।। হরিণ দেখিয়া যেরাধ পলায় কমল গেল সে ভৃঙ্গ। যমের ভিতরে আলসের বসতি রাহুতে […] keyboard_arrow_right
  • সজনি,না কহ ও সব কথা
    সজনি,না কহ ও সব কথা। কালার পীরিতি যাহার অন্তরে জনম অবধি ব্যথা।। কালিন্দীর জল নয়ানে না হেরি বয়ানে না বলি কালা। তথাপি সে কালা অন্তরে জাগয়ে কালা হৈল জপ-মালা।। বঁধুর লাগিয়া যোগিনী হইয়া কুণ্ডল পরিব কাণে। সবার আগে বিদায় হইয়া যাইব গহন-বনে।। ঘরে গুরুজন বলে কুবচন না যাব লোকের পাড়া। চণ্ডীদাসে কহে কানুর পীরিতি জাতি […] keyboard_arrow_right
  • সজনী প্রেমক কো কহ বিশেষ
    সজনী প্রেমক কো কহ বিশেষ। কানুক কোরে কলাবতি কাতর কহত কানু পরদেশ।।ধ্রু।। চাঁদক হেরি সুরজ করি ভাখয়ে দিনহি রজনী করি মান। বিলপই তাপে তাপায়ত অন্তর বিরহ পিয়ক করি ভান।। কব আওব হরি হরি সঞে পূছই হসই রোয়ই খেণে ভোরি। সো গুণ গাই শ্বাস খেণে কাঢ়ই খণহি খণহি তনু মোড়ি।। বিধুমুখি বদন কানু যব মোঁছল নিজ […] keyboard_arrow_right
  • সতের সঙ্গে পীরিতি করিলে
    সতের সঙ্গে পীরিতি করিলে সতের বরণ হয়। অসতের বাতাস অঙ্গেতে লাগিলে সকলি পলায়ে যায়।। সোনার ভিতরে তামার বসতি যেমন বরণ দেখি। রাগের ঘরেতে বৈদিগ থাকিলে রসিক নাহিক দেখি।। রসিকের প্রাণ যেমতি করয়ে এমতি কহিব কারে। টলিয়া না টলে এমতি বুঝায়ে মরম কহিব তারে।। এমতি করণ যাহার দেখিব তাহার নিকটে বসি। চণ্ডীদাস কয় জনমে জনমে হয়ে […] keyboard_arrow_right
  • সদন তেজিয়া আমি বিপিনে আইলুঁ গো
    সদন তেজিয়া আমি বিপিনে আইলুঁ গো যার সঙ্গ-সুখের লাগিয়া। তাহার বিলম্বে প্রাণ না জানি কি করে গো কত রব রজনী জাগিয়া।। সখি হে বিহি মোরে দুরমতি দেল। খলের বচনে মোর এতদূর হৈল গো পথ নিরখিতে প্রাণ গেল।।ধ্রু।। আসিবার কাল তার অতীত হইল গো গগনে উদয় ভেল শশী। তাহার চরিতে রীতে বড় ভয় লাগে গো পাছে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ