সদন তেজিয়া আমি বিপিনে আইলুঁ গো
যার সঙ্গ-সুখের লাগিয়া।
তাহার বিলম্বে প্রাণ না জানি কি করে গো
কত রব রজনী জাগিয়া।।
সখি হে বিহি মোরে দুরমতি দেল।
খলের বচনে মোর এতদূর হৈল গো
পথ নিরখিতে প্রাণ গেল।।ধ্রু।।
আসিবার কাল তার অতীত হইল গো
গগনে উদয় ভেল শশী।
তাহার চরিতে রীতে বড় ভয় লাগে গো
পাছে মোর হয় লোক-হাসি।।
আসিতে আসিতে কোন অসুর সহিত গো
পথে কিবা হৈল দরশন।
চন্দ্রশেখর কহে কোমল-শরীরে গো
কেমনে করিবে মহা-রণ।।