• অদোষ দরশী মোর প্রভু নিত্যানন্দ
    অদোষ দরশী মোর প্রভু নিত্যানন্দ। না ভজিলুঁ হেন প্রভুর চরণারবিন্দ।। হায় রে না জানি মুঞি কেমন অসুর। পাইয়া না ভজিলুঁ হেন দয়ার ঠাকুর।। হায় রে অভাগার প্রাণ কি সুখে আছহ। নিতাই বলিয়া কেনে মরিয়া না যাহ।। নিতাইর করুণা শুনি পাষাণ মিলায়। হায় রে দারুণ হিয়া না দরবে তায়।। নিতাই চৈতন্য অপরাধ নাহি মানে। যারে তারে […] keyboard_arrow_right
  • আকুল দেখিয়া তারে কহে গৌর ধীরে ধীরে
    আকুল দেখিয়া তারে কহে গৌর ধীরে ধীরে আমরা থাকিলাম তোর ঠাঞি। নিশ্চয় জানিহ তুমি তোমার এ ঘরে আমি রহিলাম এই দুই ভাই।। এতেক প্রবোধ দিয়া দুই প্রতিমূর্ত্তি লৈয়া আইল পণ্ডিত বিদ্যমান। চারি জনে দাঁড়াইল পণ্ডিত বিস্ময় ভেল ভাবে অশ্রু বহয়ে নয়ান।। পুন প্রভু কহে তারে তোর ইচ্ছা হয় যারে সেই দুই রাখ নিজ ঘরে। তোমার […] keyboard_arrow_right
  • আনন্দে ভকতগণ দেই জয়রব
    আনন্দে ভকতগণ দেই জয়রব। শ্রীবাস পণ্ডিতঘরে মহামহোৎসব।। পঞ্চগব্য পঞ্চামৃত শত ঘট জলে। গৌরাঙ্গের অভিষেক করে কুতূহলে।। রতন বেদীর পর বসি গোরাচান্দ। অপরূপ রূপ সে রমণীমনফান্দ।। শান্তিপুরনাথ আর নিত্যানন্দ রায়। হেরিয়া গৌরাঙ্গমুখ প্রেমে ভাসি যায়।। মুকুন্দ মুরারি আদি সুমধুর গায়। হরি বলি হরিদাস নাচিয়া বেড়ায়।। কহে কৃষ্ণদাস গোরাচাঁদের অভিষেক। নদীয়ার নরনারী দেখে পরতেক।। keyboard_arrow_right
  • কানাই বংশীবটের তলে বসি
    কানাই বংশীবটের তলে বসি। কানাই বান্ধয়ে আঁখি বলাই মহাখুসি।। রাখালগণ লুকাইল বনে। আঁখি ছাড়ি দিল বলাই করে নিরীক্ষণে।। একে মাতোয়ারা বলাই চান্দে। জা-জারে ছুঁইব কা-কারে না ছাড়িব তা-তাহার চড়িব কান্ধে।। খুঁজিতে চলিল বলাই বনের ভিতরে। আর একদিগে আসি সব শিশু ধরিল কানায়ের করে।। পুন পুন খেলই রাখাল সব। বাঁশীবটের তলে আনন্দ উৎসব।। পুনঃ আঁখি বান্ধে […] keyboard_arrow_right
  • কানায়েরে মাঝে করি চলে বলাই ধিরি ধিরি
    কানায়েরে মাঝে করি চলে বলাই ধিরি ধিরি উপনিত যমুনা পুলিনে। সখা গণ ধেয়ে গিয়ে যমুনার পানি পিয়ে নিজ নিজ মুখ নিরীক্ষণে।। নির্মল যমুনার জলে মুখ দেখে কুতূহলে কার মা কেমন সাজায়েছে ভাই। রাখাল সব এক সঙ্গে মুখ দেখে নানা রঙ্গে কানায়ের মুখের বালাই যাই।। আসিয়া তরুর তলে খেলে রাখাল নানাছলে সুবল চতুর বলে ভাইরে। আনন্দে […] keyboard_arrow_right
  • কি আনন্দ আজু বৃন্দাবনে
    কি আনন্দ আজু বৃন্দাবনে। গিরি গোবর্দ্ধন পূজা না যায় কহনে।।ধ্রু।। নন্দ আদি গোপ গোপী একত্র হইয়া। গিরি গোবর্দ্ধন পূজে নিকটে যাইয়া।। মিষ্টান্ন পক্বান্ন আনি ধরিলা সকলে। কৃষ্ণগুণ গায় নানা বাদ্য কোলাহলে।। হেনই সময়ে কৃষ্ণ দেবমায়া মতে। আরোহণ একরূপে করিলা পর্ব্বতে।। দেখি গোপ গোপীগণে প্রণাম করিলা। সভে কহে গোবর্দ্ধন মূর্ত্তিমন্ত হৈলা।। প্রণাম করিয়া কহে নন্দের নন্দন। […] keyboard_arrow_right
  • খেলত ফাগু গোরা দ্বিজরাজ
    খেলত ফাগু গোরা দ্বিজরাজ। গদাধর নরহরি দোঁহার সমাজ।। নিতাই অদ্বৈত সহ খেলই রসাল। খেনে গালি খেনে কেলি প্রেমে মাতোয়াল।। সার্ব্বভৌম সঙ্গে খেলে রায় রামানন্দ। শ্রীবাস স্বরূপ সহ মুরারি মুকুন্দ।। দোঁহে দোঁহে খেলে ফাগু করি হরি-ধ্বনি। গদাধর সহ খেলে গোরা দ্বিজমণি।। কেহ নাচে কেহ গায় করতালি দিয়া। দীন কৃষ্ণদাসে কহে আনন্দে ভাসিয়া।। keyboard_arrow_right
  • গাও রে গাও রে সুখে কৃষ্ণের চরিত
    গাও রে গাও রে সুখে কৃষ্ণের চরিত। গিরি গোবর্দ্ধন- যাত্রা মনোরম শ্রবণ মঙ্গল গীত।।ধ্রু।। এক দিন ব্রজে ইন্দ্রপূজা কাজে সাজে গোপ গোপী যত। জানিয়া কারণ নন্দের নন্দন কহেন আপন মত।। শুন ব্রজরাজ গোপের সমাজ না পূজ দেবের রাজা। মোর লয় মনে গিরি গোবর্দ্ধনে সাবধানে কর পূজা।। এহি সে উচিত মোর অভিমত পাইবে বাঞ্ছিত ফল। নানা […] keyboard_arrow_right
  • গাছ হইতে নামিয়া সভে ছুঁইল কৃষ্ণেরে
    গাছ হইতে নামিয়া সভে ছুঁইল কৃষ্ণেরে। কুক দেয় রাখালগণে অতি উচ্চস্বরে।। শুনিয়া রাখালের রব আইল হলধর। কে কোথা ছিলে ভাই কহত সত্বর।। পুনরায় আঁখি বান্ধি ধর ভাই কানাই। লুকাগ কন্দরে রাখাল না দেখে বলাই।। খুঁজিবারে যায় বলাই সমুখে ছিদাম। ধরিয়া চড়িল কান্ধে শিঙ্গায় ধরে গান।। কান্ধে চড়ি বলাই চাঁদ আইসে বংশীবটে। ছিদাম বলায়ে লয়ে ধীরে […] keyboard_arrow_right
  • চিরদিনে গোরাচাঁদের আনন্দ অপার
    চিরদিনে গোরাচাঁদের আনন্দ অপার। কহয়ে ভকতগণে পূরব বিহার।। পুলকে পূরল তনু আপাদ মস্তক। সোণার কেশর জনু কদম্বকোরক।। ভাবে ভরল মন গদগদ ভাষ। অনেক যতনে বিহি পূরায়ল আশ।। শচীর নন্দন গোরা জাতি প্রাণ ধন। শুনি চাঁদমুখের কথা জুড়াইল মন।। গোরাচাঁদেরে লীলায় যার হইল বিশ্বাস। দুখী কৃষ্ণদাস তর দাস অনুদাস।। keyboard_arrow_right
  • 1
  • 3
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ