কি আনন্দ আজু বৃন্দাবনে। গিরি গোবর্দ্ধন পূজা না যায় কহনে।।ধ্রু।। নন্দ আদি গোপ গোপী একত্র হইয়া। গিরি গোবর্দ্ধন পূজে নিকটে যাইয়া।। মিষ্টান্ন পক্বান্ন আনি ধরিলা সকলে। কৃষ্ণগুণ গায় নানা বাদ্য কোলাহলে।। হেনই সময়ে কৃষ্ণ দেবমায়া মতে। আরোহণ একরূপে করিলা পর্ব্বতে।। দেখি গোপ গোপীগণে প্রণাম করিলা। সভে কহে গোবর্দ্ধন মূর্ত্তিমন্ত হৈলা।। প্রণাম করিয়া কহে নন্দের নন্দন। […]
keyboard_arrow_right