• আজু গোঠেরে সাজল দোন ভাই
    আজু গোঠেরে সাজল দোন ভাই। রাম কানাই গোঠে সাজে জোর শিঙ্গা বেণু বাজে বরজে পড়িল ধাওয়া ধাই।। চৌদিকে বরজ-বধূ মঙ্গল গায়ত সবে মুরছিত কতহুঁ নয়ান। আগে লাখে লাখে ধেনু গগনে উঠিছে রেণু দ্বিজগণে করে বেদ গান।। মুরহর হলধর ধরাধরি করে কর লীলায় দোলায় নিজ অঙ্গ। ঘনায়্যা ঘনায়্যা কাছে মউরা মউরী নাচে চান্দে মেঘে দেখি এক […] keyboard_arrow_right
  • কোন বনে গিয়াছিলে ওরে রাম কানু
    কোন বনে গিয়াছিলে ওরে রাম কানু। আজি কেন চান্দমুখের শুনি নাই বেণু।। ক্ষীর সর ননী দিলাম আঁচলে বান্ধিয়া। বুঝি কিছু খাও নাই শুখাঞাছে হিয়া।। মলিন হৈয়াছে মুখ রবির কিরণে। না জানি ফিরিলা কোন গহন কাননে।। নব তৃণাঙ্কুর কত ভুঁকিল চরণে। এক-দিঠি হৈয়া রাণী চাহে চরণ পানে।। না বুঝি ধাইয়াছ কত ধেনুর পাছে। এ দাস বলাই […] keyboard_arrow_right
  • নন্দরাণি যাহ গো ভবনে
    নন্দরাণি যাহ গো ভবনে। তোমার গোপাল আনি দিব বেলি অবসানে।। লৈয়া যাইছি তোমার গোপাল রাখিব বসাইয়া। আমরা ফিরাব ধেনু চাঁদমুখ চাইয়া।। লৈয়া যাইতে তোমার গোপাল পাই বড় সুখ। বেণুতে ফিরায় ধেনু এ বড় কৌতুক।। যে দিন যেবা মনে করি কানাই তাহা জানে। ক্ষুধা লাগিলে সে অন্ন কোথা হৈতে আনে।। এক দিন দাবানলে মরিতাম পুড়িয়া। তাহাতে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ