নন্দরাণি যাহ গো ভবনে। তোমার গোপাল আনি দিব বেলি অবসানে।। লৈয়া যাইছি তোমার গোপাল রাখিব বসাইয়া। আমরা ফিরাব ধেনু চাঁদমুখ চাইয়া।। লৈয়া যাইতে তোমার গোপাল পাই বড় সুখ। বেণুতে ফিরায় ধেনু এ বড় কৌতুক।। যে দিন যেবা মনে করি কানাই তাহা জানে। ক্ষুধা লাগিলে সে অন্ন কোথা হৈতে আনে।। এক দিন দাবানলে মরিতাম পুড়িয়া। তাহাতে […]
keyboard_arrow_right