মরি মরি না লো শ্যামরূপের বালাই লৈয়া। কোন বিধি নিরমিল কত সুধা দিয়া।। শরদ বিধুবর ফুল্ল পুষ্কর সুন্দরানন মণ্ডলে। রত্ন মণিময় রবি সমোদিত গণ্ডে নৃত্যতি কূণ্ডলে।। চারু চন্দ্রিম চূড়া চিক্কণ চঞ্চরীগণ আবৃতে। চমকিত হিয়া মোর ও রূপ দেখিতে।। সজল জলধর তিমির পুঞ্জর ইন্দ্রনীল মনোরমে। বন্ধুকাধর রঙ্গ সিন্দূর নিন্দি বিম্বুক বিভ্রমে।। লোচনাঞ্চল বিমল চঞ্চল বিষমবাণ-সহোদরে। শ্যাম […]
keyboard_arrow_right