• অভিনব মদন সুহৃদ সব বালক
    অভিনব মদন সুহৃদ সব বালক বেঢ়ি বৈঠল চারু পাশ। ভোজন-রঙ্গী সঙ্গি সব বালক কি কহব হাস পরিহাস।। চরণে লম্বিত পীত ধড়ার অঞ্চল জঠর-পটে বেণু সাজে। শিঙ্গা বেত্র কক্ষতলে শোভিত দধি ওদন করমাঝে।। ভোজন রস কর পঞ্চ অঙ্গুলি গলএ নবনীক ধার। অখিলক নাথ সাথ ব্রজবালক যমুনা পুলিনে বিহার।। কেহো নবনীত অধরে তুলি দেওত খাওত অতিশয় রঙ্গে। […] keyboard_arrow_right
  • মদন মদালসে শ্যামর ভোর
    মদন মদালসে শ্যামর ভোর। শশিমুখ হাসি হাসি করু কোর।। রহি রহি চুম্বই নাহ বয়ান। চান্দ চকোর মিলল একু ঠাম।। অধর নিরখি রস পিবি অগেয়ান। অমিয়া মহোদধি ডুবল কান।। ধনি ধনি রাধা রস নিরবাহ। বশ ভেল অখিল কলাগুরু নাহ।। নয়ন ঢুলাঢুলি লহুঁ লহুঁ হাস। অঙ্গ হেলাহেলি গদ গদ ভাষ।। রসভরে দুরে রহু শিখণ্ড পীতবাস। দুহুঁ রূপ […] keyboard_arrow_right
  • মরি মরি না লো শ্যামরূপের বালাই লৈয়া
    মরি মরি না লো শ্যামরূপের বালাই লৈয়া। কোন বিধি নিরমিল কত সুধা দিয়া।। শরদ বিধুবর ফুল্ল পুষ্কর সুন্দরানন মণ্ডলে। রত্ন মণিময় রবি সমোদিত গণ্ডে নৃত্যতি কূণ্ডলে।। চারু চন্দ্রিম চূড়া চিক্কণ চঞ্চরীগণ আবৃতে। চমকিত হিয়া মোর ও রূপ দেখিতে।। সজল জলধর তিমির পুঞ্জর ইন্দ্রনীল মনোরমে। বন্ধুকাধর রঙ্গ সিন্দূর নিন্দি বিম্বুক বিভ্রমে।। লোচনাঞ্চল বিমল চঞ্চল বিষমবাণ-সহোদরে। শ্যাম […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ