মরি মরি না লো শ্যামরূপের বালাই লৈয়া।
কোন বিধি নিরমিল কত সুধা দিয়া।।
শরদ বিধুবর ফুল্ল পুষ্কর
সুন্দরানন মণ্ডলে।
রত্ন মণিময় রবি সমোদিত
গণ্ডে নৃত্যতি কূণ্ডলে।।
চারু চন্দ্রিম চূড়া চিক্কণ
চঞ্চরীগণ আবৃতে।
চমকিত হিয়া মোর ও রূপ দেখিতে।।
সজল জলধর তিমির পুঞ্জর
ইন্দ্রনীল মনোরমে।
বন্ধুকাধর রঙ্গ সিন্দূর
নিন্দি বিম্বুক বিভ্রমে।।
লোচনাঞ্চল বিমল চঞ্চল
বিষমবাণ-সহোদরে।
শ্যাম রূপ নিরখিতে হৃদয় বিদরে।।
প্রবল ভুজবর নিন্দি করিকর
কঙ্কণাঙ্গদ শোভনে।
নখর তীখণ রুচি বিলক্ষণ
গোপীচিত্ত প্রলোভনে।।
হেম বিরচিত মুদ্রিকাযুত
পাণিশাখ মনোহরে।
ও রূপ দেখিতে প্রাণ কি জানি কি করে।।
বিপুল বক্ষ শ্রীবৎস লাঞ্ছন
তার হার বিলম্বিতে।
কৃশিম মধ্যম ঊরু মনোরম
পীত অম্বর শোভিতে।।
চরণ-পল্লব শরণ বল্লভ
মঞ্জু-মঞ্জির রঞ্জিতে।
মথুরেশ চিতে রহু অবিরতে।।