• আহা কে না সুতীথে তপ কৈল ভাগ্যমতী
    আহা। কে না সুতীত্থে তপ কৈল ভাগ্যমতী। কে নারী কাহ্নের সঙ্গে করে সুরতী।। কাহ্ন বিনী আভাগিনী গোপ যুবতী। দেখ সহ্মে নিকুঞ্জে গোবিন্দ গেলা কতী।। হরি হরি। সুন্দর সে গীত গাআঁ  বাঁআ করতালী। দেখ পাঅ চিহ্ন কথাঁ গেলা বনমালী।।ধ্রু।। কে না কুশক্ষেত্রে বিধিবতেঁ কৈল দান। কাহার ফলিল পুক্ষর পুন্য সিনান।। কাহাকে মিলিল আজি অষ্ট মহাসিধী। কারেঁ […] keyboard_arrow_right
  • তনের উপর হারে
    তনের উপর হারে। আল মানএ যেহেন ভারে। অতি হৃদয়ে খিনী রাধা চলিতেঁ না পারে।। সরস চন্দন পঙ্কে। আল দেহে বিষম শঙ্কে। দহন সমান মানে নিশি শশাঙ্কে।। আল তোর বিরহ দহনে। দগধিলী রাধা জীএ তোর দরশনে ।।ধ্রু।। কুসুমশর হুতাশে। তপত দীর্ঘ নিশাসে। সঘন ছাঢ়এ রাধা বসি এক পাশে।। ক্ষেপে সজল নয়নে। দশ দিশে খনে খনে। নালহীন […] keyboard_arrow_right
  • তমাল কুসুম চিকুর গণে
    তমাল কুসুম চিকুর গণে। নীল কুরুবক তোর নয়নে।। সুপুট নাসা তিলফুলে। দেখি তোর গণ্ডযুগ মহুলে।। আধর সুরঙ্গ বান্ধুলী ফুলে। কণ্ণ যুগ তোর এ বগহুলে।। মুকুলিত কুন্দ তোর দশনে। খস্তরী কুসুম তোর বসনে।। ভুজযুগ হেম যূথিকা মালে। আশোকতবক করযুগলে।। মুকুলিত থলকমল তনে রোমারাজী তাত আতয়ীগণে।। গভীর নাভী নাগেশর ফুলে। কনক কেতকী জংঘ যুগলে।। চরণকমল থলকমলে। আঙ্গুলী […] keyboard_arrow_right
  • নিশি অন্ধিআরী তাহাত কেমনে নারী
    নিশি অন্ধিআরী তাহাত কেমনে নারী। জিএ সে জাহার পাসত পুরুষ নাহী।। আল ।। মোরে কি না ভয়িঞাঁ গেল বড়ায়ি নাএ। বিরহে বিকলী খোঁজো মোঁ নান্দের পোএ।। নিশি সপন দেখিলোঁ কাহ্ন কোলে করি স চিআয়িঞাঁ চাহোঁ নাহিক বাল গোপালে। এ মোর যৌবন ভার সকল ভৈল আসার আনল সরণ হৈবে দূতা রে।। যে ডালে করো মো ভরে […] keyboard_arrow_right
  • বুঝিআঁ গোপীর মনে
    বুঝিআঁ গোপীর মনে। আল। খণেক গুণিল কাহ্নে। ষোল সহস্র গোপী তোষিবোঁ কেমনে।। অনেক হয়িআঁ তখনে। বিলসিল গোপীগণে। যাহারে রমএ সেসি দেখে কাহ্নে।। আল। সব গোপীজন জাণে। মোএঁ সে পায়িলোঁ এ বনে শ্রীমধুসূদনে।।ধ্রু।। ফুটিল কুসুম পুঞ্জে। সরস ভ্রমর গুঞ্জে। এক এক নারি লআঁ এক এক কুঞ্জে।। চির মনোরথ পুরি। রসময় মন করী। বৃন্দাবন মাঝে রতি ভূঞ্জিল […] keyboard_arrow_right
  • সুন্দরি রাধা সুণ সমুখে
    সুন্দরি রাধা সুণ সমুখে পুছো মোএঁ হৃষীকেশে। কথাঁ না বসবি কথাঁ তোর ঘর জাইবেঁ কোমণঁ দেশে।।ল রাধা।। গোকুলে যাকোঁ মো গোআল জাতী তোহ্মে না পুছহ কিকে। ষোল শত গোপী পসার সাজিআঁ মথুরা জাওঁ মো বিকে।। ওলাহা রাখা মাথার চুপড়ী দেখোঁ মো তোহ্মার পসারা। কোণ বথু লঁআ জাহা মথুরা তাহার দেহ বিচারা।। ঘৃত দধি দুধ আওর […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ