জয় পহু শ্রীল সনাতন নাম। ভরল ভুবন মাহা যছু গুণ-গাম।। তেজল সকল সুখ-সম্পদ-পার। শ্রীচৈতন্য –চরণ করু সার।। শ্রীবৃন্দাবনৃ-ভূমে করি বাস। লুপত-তীর্থ সব কয়ল প্রকাশ।। শ্রীগোবিন্দ-সেবা পরচারি। কয়ল ভাগবত-অর্থ-বিচারি।। যুগল-ভজন লীলা গুণ নাম। কয়ল বিথার গ্রন্থ অনুপাম।। সতত গৌর-প্রেমে গরগর দেহ। ভ্রমই বৃন্দাবনে না পায়ই থেহ।। বিপুল পুলক-ভর নয়নহি নীর। রাই কানু বলি পড়ই অথীর।। ভার-বিভূষণ […]
keyboard_arrow_right