ব্রজ অভিসারিণি- ভাব-বিভাবিত নবদ্বিপ-চান্দ বিভোর। অভিনয় তৈছন করত পুলকি-তনু নয়নহি আনন্দ-লোর।। দেখ দেখ প্রেমসিন্ধু-অবতার। তঁহি পুন নিমগন নাহি জানে রাতি দিন বুঝি সো মহাভাব-সার।। নিশবদ মণ্ডন অঙ্গহি পহিরণ গতি অতি ললিত সুধীর। বৃন্দাবন-ভানে চকিত বিলোকনে পাওল সুরধুনী-তীর।। কেবল কৃষ্ণ- নামগুণ-কীর্ত্তন করতহিঁ পরম আনন্দে। রাধামোহন দাস আশ রাখত জানি সো প্রভু-চরণারবিন্দে।।
keyboard_arrow_right