ভ্রমই গহন বনে যুগল কিশোর।
সঙ্গহি সখিগণ আনন্দে ভোর।।
সখি এক কহে পুন হের দেখ সখি।
দুহুঁ দোঁহা দরশনে অনিমিখ আঁখি।।
তরু সব পুলকিত ভ্রমরের গণ।
সৌরভে ধায়ল ছাড়ি ফুল-বন।।
শ্রম-ভরে বৈঠলি মাধবি-কুঞ্জ।
রাই-মুখ-কমলে পড়ল অলিপুঞ্জ।।
লীলা-কমলহি কানু তাহে বারি।
মদুসূদন গেও কহত উচারি।।
এত শুনি রাই বিরহে ভেল ভোর।
কহ রাধামোহন অনুরাগ-ওর।।