• সুবলন বলিত ললিত পুলকায়িত
    সুবলন বলিত ললিত পুলকায়িত যুবতী পিরীতিময় কাঞ্চনকাঁতি। শারদচাঁদ ফাঁদ মুখমণ্ডল লীলাগতি রতিপতিক ভাঁতি।। গৌর মোহনিয়া বনি নাচে। অরুণ চরণে মনি- মঞ্জীর রঞ্জিত অঙ্গে অঙ্গে কত কাচনি কাচে।।ধ্রু।। গদ গদ ভাষ হাস রসে রোয়ত অরুণ নয়নে কত ঢরকত লোর। নটন রঙ্গে কত অঙ্গ বিভঙ্গিম আনন্দে মগন ঘন হরি বোল।। বনি বনমাল লাল উর পর কনয়াশিখরে কিরণাবলী […] keyboard_arrow_right
  • সোঙরি পূরুব লীলা ত্রিভঙ্গ হইয়া
    সোঙরি পূরুব লীলা ত্রিভঙ্গ হইয়া। মোহন মুরলী গোরা অধরে লইয়া।। মুরলীর রন্ধ্রে ফুঁক দিল গোরাচাঁন্দে। অঙ্গুলি নাচাঞা গায় সুললিত ছান্দে।। নগরের লোক যত শুনিয়া মোহিত। সুরধুনীতীরে তরু লতা পুলকিত।। ভুবনমোহন গোরা মুরলীর সুরে। বাসুদেব ঘোষ ইথে কি বলিতে পারে।। keyboard_arrow_right
  • 1
  • 4
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ