সোঙরি পূরুব লীলা ত্রিভঙ্গ হইয়া।
মোহন মুরলী গোরা অধরে লইয়া।।
মুরলীর রন্ধ্রে ফুঁক দিল গোরাচাঁন্দে।
অঙ্গুলি নাচাঞা গায় সুললিত ছান্দে।।
নগরের লোক যত শুনিয়া মোহিত।
সুরধুনীতীরে তরু লতা পুলকিত।।
ভুবনমোহন গোরা মুরলীর সুরে।
বাসুদেব ঘোষ ইথে কি বলিতে পারে।।