শুনিতে হংসের বানি সে নব রমনি ধনি ছল ছল কমলিনি আখি। “কহত তাহার রিত আমাতে আছয়ে চিত পুন কি হেরব প্রাণসখি ।।” হংস কহে পুন বেরি– “শুনহ কিশোরি গুরি, কহিল তোমার নিজ পায়। তেজিয়া তোমার লেহা কেবোল একেক দেহা কেবোল তোমার গুণ গায়।।” শুনিতে হংসের বোল নয়নে গলয়ে লোর সঙরি সে শ্যামের পীরিতি। সখির বচন […]
keyboard_arrow_right