• শুনিয়ে রাধার বাণী সখী কহে–ভালে জানি
    শুনিয়ে রাধার বাণী সখী কহে–“ভালে জানি সকল কহিয়ে ভালমতে। শ্রবণ ভরিয়ে শুন বিপদ্‌ ভাবিছ কেন বুঝিয়ে করিবে যাহা চিতে।। মোরে সে ভেজল কান আইল তোমার স্থান — “রাধারে তুষিবে ভালমতে। পেয়ে দশমীর দশা পাছে হবে ফলভাষা তুরিতে চলিয়ে যাহ পথে।।” পাছে ধনী তেজে প্রাণ পাইয়া বিরহ-বাণ তেঁই অমি আসিল তুরিত । কহিলা নাগর রাজ– ‘যাইব […] keyboard_arrow_right
  • শুনে অজানা এক মানুষের কথা
    শুনে অজানা এক মানুষের কথা। প্রভু গৌরচাঁদ মুড়ালে মাথা।। হায় মানুষ কথায় সে মানুষ, বলে প্রভু হলো বেহুঁশ, দেখে সব নদীয়ার মানুষ বলে না তা।। কোন্‌ প্রেমের দায়ে গৌর পাগল, পাগল করলে নদের সকল। রাখলো না কারো জেতের বোল প্রেমে একাকার ক’রলে সেথা ।। যার চিন্তে জগৎ চিন্তে তার চিন্তে কার চিন্তে লালন বলে, হইল […] keyboard_arrow_right
  • শুষ্ক হিয়া জীবের দেখিয়া গৌরহরি
    শুষ্ক হিয়া জীবের দেখিয়া গৌরহরি। আচণ্ডালে দিলা নাম বিতরি বিতরি।। অফুরন্ত নাম প্রেম ক্রমে বাড়ি যায়। কলসে কলসে সেঁচে তবু না ফুরায়।। নামে প্রেমে তরি গেল যত জীব ছিল। পড়ুয়া নাস্তিক আদি পড়িয়া রহিল।। শাস্ত্রমদে মত্ত হৈয়া নাম না লইল। অবতারসার তারা স্বীকার না কৈল।। দেখিয়া দয়াল প্রভু করেন ক্রন্দন। তাদেরে তরাইতে তার হইল মনন।। […] keyboard_arrow_right
  • শূন্য কুঞ্জ হেরি রসবতি রাই
    শূন্য কুঞ্জ হেরি রসবতি রাই। নাগর শেখর না মিলল আই।। মধুঋতু রজনী চান্দ উজোর। কোকিল ভ্রমর ডাকে আনন্দে বিভোর।। মলয় পবন বহে কুসুম সুগন্ধ। দ্বিজকুল শবদ কতহুঁ পরবন্ধ।। ঐছে সময়ে যব মীলব কান। দাস অনন্ত তোহারি গুণ গান।। keyboard_arrow_right
  • শূন্য খাটে দিল হাত ব্রজ পড়িল মাথাত
    শূন্য খাটে দিল হাত ব্রজ পড়িল মাথাত বুঝি বিধি মোরে বিড়ম্বিল। করুণা করিয়া কান্দে কেশবেশ নাহি বান্ধে শচীর মন্দির কাছে গেল।। শচীর মন্দিরে আসি দুয়ারের কাছে বসি ধীরে ধীরে কহে বিষ্ণুপ্রিয়া। শয়ন মন্দিরে ছিল নিশা অন্তে কোথা গেল মোর মুণ্ডে বজর পড়িয়া।। গৌরাঙ্গ জাগয়ে মনে নিদ্রা নাহি দুনয়নে শুনিয়া উঠিল শচীমাতা। আলু থালু কেশে যায় […] keyboard_arrow_right
  • শৃঙ্গার রস বুঝিবে কে
    শৃঙ্গার রস বুঝিবে কে। সব রস-রাস শৃঙ্গার এ।। শৃঙ্গার রসের মরম বুঝে। মরম বুঝিয়া ধরম যজে।। রসিক ভকত শৃঙ্গারে মরা। সকল রসের শৃঙ্গার সারা।। কিশোর কিশোরী দুইটি জন। শৃঙ্গার রসের মূরতি হন।। গুরু বস্তু এবে বলিব কায়। বিরিঞ্চি ভবাদি সীমা না পায়।। কিশোরা কিশোরী যাহাকে ভজে। গুরু বস্তু সেই সদা যজে।। চণ্ডীদাস কহে না বুঝে […] keyboard_arrow_right
  • শেজ বিছাইয়া রহিলুঁ বসিয়া
    শেজ বিছাইয়া রহিলুঁ বসিয়া সুখদ সঙ্কেত-বনে। কথিত সময় হৈল অসময় বিলম্ব করল কেনে।। দূতি যাও যাও তুমি যাও। খুঁজিয়া তাহারে ধরিয়া আনিবি যেখানে নাগালি পাও।।ধ্রু।। এই লহ পাণ করহ পয়ান বিলম্ব না সহে আর। দক্ষিণ হইয়া পথ ধর গিয়া যমুনা-নদীর ধার।। ভাল ভাল বলি পাণ শিরে তুলি বিদায় হইল দূতী। শশি বলে বালা রহিল একলা […] keyboard_arrow_right
  • শেষ রজনি জনি হোত বিহান
    শেষ রজনি জনি হোত বিহান। দুহুঁ দোহাঁ মুখ হেরি ঝরয়ে নয়ান।। কাতর কমল বদনি ধনি গেহা। চলইতে চরণ অথির ভেল দেহা।। গলিত ভূষণ বেশ কেশ আউলাইয়া। সুকুঞ্চিত সপতিত মহী পরশিয়া।। সভয় গমন ধনি তনি সুকুমারী। গুরুজন অরুণ সঘন সুনেহারি।। যায় যায় ফিরি চায় নাগরের মুখ। বিচ্ছেদে বিষাদ মন বিদরয়ে বুক।। চলিতে না পারে কুচ নিতম্বের […] keyboard_arrow_right
  • শেষ-রজনি মাহা শূতল শচি-সুত
    শেষ-রজনি মাহা শূতল শচি-সুত ততহিঁ ভাবে ভেল ভোর। স্বপন জাগর কিয়ে দুহুঁ নাহি সমুঝই নয়নহি আনন্দ লোর।। অনুমানে বুঝহ রঙ্গ। যৈছন গোকুল- নায়ক-কোরহি নায়রি-শয়ন-বিভঙ্গ।।ধ্রু।। বাম চরণ ভুজ পুন পুন অগোরাই যাঁতই দক্ষিণ পাশ। তৈছন বচন কহত পুন আঁখি মুদি বচন রসাল সহাস।। যাকর ভাবহি প্রকট নন্দ-সুত গৌর-বরণ পরকাশ। সতত নবদ্বিপে সোই বিথারই কহ রাধামোহন দাস।। keyboard_arrow_right
  • শৈশবসময় পহুঁ গেলা
    শৈশবসময় পহুঁ গেলা। যৌবনসময় অব ভেলা।। আর নাহি কয়ল উদেশ। কি কহব কাহিনি বিশেষ।। সজনী দুরগহ করু অবগাহ। বিছুরল গোকুলনাহ।। বাঢ়ল বিরহবেয়াধি। মনমথ পরম বিবাদী।। মনমথ একালী পরাণে। কত চিতে করি অনুমানে।। দিনে দিনে তনু অবরোধে। কা দেই করব সম্বাদে।। জ্ঞানদাস অনুমান। তনু অব করব পয়ান।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ