• শ্যামের বরণছটার কিবা ছবি
    শ্যামের বরণছটার কিবা ছবি। কোটী মদন জনু নিন্দিয়া শ্যাম তনু উদইছে যেন রবি শশী।। কিবা সে শ্যামের সুধাময় রসকূপ নয়ন জুড়ায় যাহা চেয়ে। হেন মোর মনে হয় যদি লোকভয় নয় কোলে করি যেয়ে ধেয়ে।। তরুণ মূরলী করিল পাগলী রহিতে না দিল ঘরে। সবারে বলিয়া বিদায় লইব কি করে সোদব পরে।। ধরম করম দূরে তেয়াগিল মরমে […] keyboard_arrow_right
  • শ্যামের সন্দেশ পায়া মনে আনন্দিত হঞা
    শ্যামের সন্দেশ পায়া মনে আনন্দিত হঞা সুবেশ হইলা ধনী রাধে। চিরণী ধরিঞা করে কেশ বিরলিঞা ধীরে কুন্তল কবরী বামে বাঁধে।। কনক মুকুর ধরি কপালে চন্দন চারি সিন্দূরের বিন্দু তার মাঝে। নয়নে কজ্জল দিল নাসারে মুকুতা ফল কনক তাটঙ্ক গণ্ডে সাজে।। হস্তে নানা রত্ন চুড়ি তাহে বাজুবন্ধ ভড়ি অঙ্গুলয়ে মুদ্রিকা বিরাজে। নানা রতনের ঝিলি দিশই কি […] keyboard_arrow_right
  • শ্যামের আরতি দেখি রসবতী
    শ্যামের আরতি দেখি রসবতী মনে অনুমান করে। বন্ধু তিলে তিলে আমা না দেখিলে পরাণ ধরিতে নারে।। আহা মরি মরি নিছনি লইঞা এমন পিরীতি কার। আমরা অবলা কুলবতী বালা কি দিঞা শোধিব ধার।। এমতি জানিঞা শ্যামেরে আনিঞা হিয়ার উপরে ধরি। ও চান্দ-বদন করিতে চুম্বন চেতন পাইল হরি।। অধনের ধন হারাইঞা যেন পাইল পুণ্যের ফলে। দীনবন্ধু ভণ […] keyboard_arrow_right
  • শ্যামের চরণে দিব কুলমান সপিয়া গো
    শ্যামের চরণে দিব কুলমান সপিয়া গো। ধু দেখিতে শ্যাম কালাসোনা কুলমানের ভয় রাখে না। সুভাগ্যে দেখিলাম আমি প্রাণবন্ধু কালিয়া গো।। শুন বন্ধু দয়াময় যদি তোমার মনে লয়। শ্রীচরণে রাখ মোরে দুঃখিনী জানিয়া গো।। গেলে বন্ধু আর পাব না, মনে রইব প্রেম যাতনা। বুরহানী কয় শ্যাম বন্ধুরে যৌবন দেও যাচিয়া গো।। keyboard_arrow_right
  • শ্যামের জলদ রূপ হেরি হেরি
    শ্যামের জলদ রূপ হেরি হেরি জগদ গগনে যত। লাজে লুকাইয়া রহল সকল রহল শত হি শত।। এখন আনন্দে বিকশিত হউ আর কি তাহার ভয়ে। বাহুর গঠন দেখিয়া তখন করী গেল অতিশয়ে ।। এবে যত জনে করুক সঘনে আপন আপন কেলি। হরি নিদারুণ হয়ে নিকরুণ মোহে নিদারুণ ভেলি।। আর না হেরিব আর না শুনিব সে নব […] keyboard_arrow_right
  • শ্যামের জলদ রূপ হেরি হেরি
    শ্যামের জলদ রূপ হেরি হেরি জলদ গগনে যত। লাজে লুকাইয়া রহল সকল রহল শত হি শত।। এখন আনন্দে বিকশিত হউ আর কি তাহার ভয়ে। বাহুর গঠন দেখিয়া তখন করি গেল অতিশয়ে।। এবে যত জনে করুক সঘনে আপন আপন কেলি। হরি নিদারুণ হয়ে নিকরুণ মোহে নিদারুণ ভেলি।। আর না হেরিব আর না শুনিব সে নব মধুর […] keyboard_arrow_right
  • শ্যামের পীরিতি হইল মিরিতি
    শ্যামের পীরিতি হইল মিরিতি তবে কি পরাণ-ফলে। পীরিতি পরাণ করিলে সমান কে তারে জীয়ন্ত বলে।। যদি হাম শ্যাম বঁধু লাগি পাঙ তবে সে এ দুখ টুটে। আন মত শুনি মনের আগুনি ঝলকে ঝলকে উঠে।। পরাণ-রতন পীরিতি-পরশ জুখিলুঁ হৃদয়-তুলে। পীরিতি পরশ দ্বিগুণ হইল পরাণ উঠিল চুলে।। জাতি কুল বলি দিলুঁ তিলাঞ্জলি আর সতী-চরচাতে। তনু ধন জন […] keyboard_arrow_right
  • শ্যামের পীরিতি মূরতি হইলে
    শ্যামের পীরিতি মূরতি হইলে তবে কি পরাণ ফলে। পরাণ পীরিতি সমান করিলে কে তারে জীয়ন্ত বলে।। যদি হাম শ্যাম বঁধু লাগি পাউ তবে সে এ দুখ টুটে। আন উপায় শুনি মনের আগুনি ঝলকে ঝলকে উঠে।। পরাণ রতন পীরিতি পরশ জুকিনু হৃদয় ভুলে। পীরিতি রতন অধিক হইল পরাণ উঠিল চুলে।। জাতি কুল বলি দিয়ে তিলাঞ্জলি কি […] keyboard_arrow_right
  • শ্যামের মুরলী শুনিতে পাই
    শ্যামের মুরলী শুনিতে পাই। পিছু না গণয়ে ধাইয়া যাই।। কারু পতি দেখি রাখিল বান্ধি। যাইতে না পারে মরয়ে কান্দি।। সোঙরি শ্যামের পিরীতি লেহ। তখনি ছাড়িল আপন দেহ।। গুণময় দেহ তেজিয়া তবে। শ্যামচাঁদ আগে পাইল সভে।। সকল গোপিনী হইয়া সুখী। এ বড় কৌশল দেখ না সখি।। ইহাদের পতি বান্ধিয়া থুইল। কেমন করিয়া গোবিন্দ পাইল।। নিমানন্দ দাস […] keyboard_arrow_right
  • শ্যামের মুরলী হৃদয় খুরলি
    শ্যামের মুরলী হৃদয় খুরলি করিলি সকলি নাশ। মোহর মিনতি না শুনি আরতি করহ বাজিতে আশ।। শুন শুন রে ধরমনাশা। দেব আরাধিয়া ও মুখ বান্ধিব ঘুচাব তোমার আশা ।।ধ্রু।। আমরা অবলা সহজে অখলা হৃদয়ে জাগায়া ক্ষোভ। অলপে অলপে সকলি খাইয়া জীবনে করহ লোভ।। এখনে আমরা সতর হইলুঁ তেজহ এসব আশ। যাহার যেমন না ছাড়ে করণ কহে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ