শ্যামের আরতি দেখি রসবতী
মনে অনুমান করে।
বন্ধু তিলে তিলে আমা না দেখিলে
পরাণ ধরিতে নারে।।
আহা মরি মরি নিছনি লইঞা
এমন পিরীতি কার।
আমরা অবলা কুলবতী বালা
কি দিঞা শোধিব ধার।।
এমতি জানিঞা শ্যামেরে আনিঞা
হিয়ার উপরে ধরি।
ও চান্দ-বদন করিতে চুম্বন
চেতন পাইল হরি।।
অধনের ধন হারাইঞা যেন
পাইল পুণ্যের ফলে।
দীনবন্ধু ভণ মদনমোহন
রাইএরে করিল কোরে।।