শ্রীচৈতন্য অভিন্ন-কলেবর দ্বিজকুল-জলনিধি-ইন্দু। ধীর গদাধর মহিমা-সাগর দীন হীন-জন বন্ধু।। তছু শাখা-বর অখিল-গুণাকর শিবানন্দ গুণ-রাশি। রূপ সনাতন সঙ্গে অনুক্ষণ বৃন্দাবন-বন-বাসী।। তৎকুল-জলধি- সমুদ্ভব-শশধর নটবর-পুত্র স্বরূপ। নন্দ-গ্রামে নিজ- ধামে প্রকট ভেল নন্দাত্মজ নিজ রূপ।। পামর-পাবন পতিত পরায়ণ এ জন তাহে পরমাণ। অজ্ঞানান্ধ পতিত হেরি পামরে জ্ঞানাঞ্জন দিল দান।। সো পদ কমলে কমল-মন-মধুকর অনুখণ মধু করু পান। সো রূপ […]
keyboard_arrow_right