শ্রীকৃষ্ণচৈতন্য নিত্যানন্দ দুইপ্রভু।
এই কৃপা কর যেন না পাসরি কভু।।
হইল পাপিষ্ঠ জন্ম না হৈল তখনে।
বঞ্চিত হইলুঁ সেই মুখ-দরশনে।।
তথাপিহ এই কৃপা কর মহাশয়।
এ সব বিহার মোর রহুক হৃদয়।।
জয় জয় শ্রীচৈতন্য নিত্যানন্দ রায়।
তোমার চরণধন রহুক হিয়ায়।।
সপার্ষদে তুম নিত্যানন্দ যথা যথা।
কৃপা কর মুঞি যেন ভৃত্য হঙ তথা।।
সংসারের পার হৈয়া ভক্তির সাগরে।
যে ডুবিবে সে ভজুক নিতাই চাঁদেরে।।
হেন দিন হইবে চৈতন্য নিত্যানন্দ।
দেখিব বেষ্টিত কি সকল ভক্তবৃন্দ।।
শ্রীচৈতন্য নিত্যানন্দচাঁদ পহুঁ জান।
বৃন্দাবন দাস তছু পদযুগে গান।।