ক্ষীরনিধি জলমাঝে আছিলা শয়ন শেজে অনন্ত শ্রীনিত্যানন্দ অঙ্গে। অদ্বৈত পিরীতি বশে আইলা কীর্ত্তন রসে হরিভক্তি বিলাইতে রঙ্গে।। অবতরি রঘুকুলে সিন্ধু বাঁধি গিরিমূলে দশকন্ধ করিলা সংহার। বধিলা রাক্ষসকুলে আপনার বাহুবলে শ্রীরাম লক্ষ্মণ অবতার।। যদুসিংহ অবতারে গোকুল মথুরাপুরে কত কত করিল বিহার। মোহিয়া সবার মন বিলাইলা প্রেমধন কানাই বলাই অবতার।। সব যুগ অবশেষে কলিযুগ পরবেশে ধন্য ধন্য […]
keyboard_arrow_right