• অপরূপ নিতাইচাঁদের অভিষেকে
    অপরূপ নিতাইচাঁদের অভিষেকে। বামে গদাধর দাস মনে বড় সুখোল্লাস প্রিয় পারিষদগণ দেখে।। শত ঘট জল ভরি পঞ্চগব্য আদি করি নিতাইচাঁদের শিরে ঢালে। চৌদিগে রমণীগণ জজকার ঘন ঘন আর সভে হরি হরি বোলে।। বামপাশে গৌরীদাস হেরই দক্ষিণ পাশ আবেশে নাচয়ে উদ্ধারণ। বাসু আদি তিন ভাই আনন্দ মঙ্গল গাই ধনঞ্জয় মৃদঙ্গ বায়ন।। ঘন হরি হরি বোল গগনে […] keyboard_arrow_right
  • অবনিক মাঝে দেখ দোন ভাই
    অবনিক মাঝে দেখ দোন ভাই। অপরূপ রূপ গোরাচাঁদ নিতাই।। হেমপদ্ম জিনি দুহুঁ মুখছটা। তাহে পরকাশল প্রেম-ঘটা।। ঘন চন্দন দুহুঁ অঙ্গ ভরি। ভুজযুগ তুলি দুহুঁ বোলে হরি হরি।। নাম-সংকীর্ত্তন করিলা প্রকাশ। গুণ গাওয়ে বৃন্দাবন দাস।। keyboard_arrow_right
  • আগে রম্ভা আরোপণ পূর্ণঘট স্থাপন
    আগে রম্ভা আরোপণ পূর্ণঘট স্থাপন আম্রপল্লব সারি সারি। দ্বিজ বেদধ্বনি পড়ে নারীগণ জয়কারে আর সবে বলে হরি হরি।। দধি ঘৃত মঙ্গল করি সবে উতরোল করিয়া আনন্দ পরকাশ। আনিয়া বৈষ্ণবগণ দিয়া মালাচন্দন কীর্ত্তন মঙ্গল অধিবাস।। সবার আনন্দমন বৈষ্ণবের আগমন কালি হবে চৈতন্যকীর্ত্তন। শ্রীকৃষ্ণচৈতন্য নাম শ্রীনিত্যানন্দ ধাম গুণ গায় দাস বৃন্দাবন।। keyboard_arrow_right
  • ওরে ভাই নিতাই আমার দয়ার অবধি
    ওরে ভাই নিতাই আমার দয়ার অবধি। জীবের করুণা করি দেশে দেশে ফিরি ফিরি প্রেমধন যাচে নিরবধি।। অদ্বৈতের সঙ্গে রঙ্গ ধরণে না যায় অঙ্গ গোরাপ্রেমে গড়া তনুখানি। ঢুলিয়া ঢুলিয়া চলে বাহু তুলি হরি বলে দু নয়নে বহে কত পানি।। কপালে তিলক শোভে কুটিল কুন্তল লোভে গুঞ্জার আটনি চূড়া তায়। কেশরী জিনিয়া কটি তাহে শোভে নীল ধটী […] keyboard_arrow_right
  • করিলেন মহাপ্রভু শিখার মুণ্ডন
    করিলেন মহাপ্রভু শিখার মুণ্ডন। শিখা সোঙরিয়া কাদেঁ ভাগবতগণ।। কেহ বলে সে সুন্দর চাঁচর চিকুরে। আর মালা গাঁথিয়া কি না দিব উপরে।। কেহ বলে না দেখিয়া সে কেশ বন্ধন। কি মতে রহিবে এই পাপিষ্ঠ জীবন।। সে কেশের দিব্য গন্ধ না লইব আর। এত বলি শিরে কর হানয়ে অপার।। কেহ বলে সে সুন্দর কেশে আরবার। আমলকী দিয়া […] keyboard_arrow_right
  • কাঁদয়ে নিন্দুক সব করি হায় হায়
    কাঁদয়ে নিন্দুক সব করি হায় হায়। একবার নদীয়া এলে ধরিব তার পায়।। না জনি মহিমা গুণ কহিয়াছি কত। এইবার লাগাইল পাইলে হব অনুগত।। দেশে দেশে কত জীব তরাইল শুনি। চরণে ধরিলে দয়া করিবে আপনি।। না বুঝিয়া কহিয়াছি কত কুবচন। এইবার পাইলে তার লইব শরণ।। গৌরাঙ্গের সঙ্গে যত পারিষদগণ। তারা সব শুনিয়াছি পতিতপাবন।। নিন্দুক পাষণ্ড যত […] keyboard_arrow_right
  • কাঁদে সব ভক্তগণ হইয়া অচেতন
    কাঁদে সব ভক্তগণ হইয়া অচেতন হরি হরি বলি উচ্চৈঃস্বরে। কিবা মোর ধন জন কিবা মোর জীবন প্রভু ছাড়ি গেলা সবাকারে।। মাথায় দিয়া হাত বুকে মারে নির্ঘাত হরি হরি প্রভু বিশ্বম্ভর। সন্ন্যাস করিতে গেলা আমা সবে না বলিলা কাঁদে ভক্ত ধূলায় ধূসর।। প্রভুর অঙ্গনে পড়ি কাঁদে মুকুন্দ মুরারি শ্রীধর গদাধর গঙ্গাদাস। শ্রীবাসের গণ যত তারা কাঁদে […] keyboard_arrow_right
  • কেহ কাঁদে কেহ হাসে দেখি মহা পরকাশে
    কেহ কাঁদে কেহ হাসে দেখি মহা পরকাশে কেহ মূর্চ্ছা পায় সেই ঠাঞি রে। কেহ কহে ভাল ভাল গৌরচন্দ্র ঠাকুরাল ধন্য পাপী জগাই মাধাই রে।। নৃত্যগীত কোলাহলে কৃষ্ণযশ সুমঙ্গলে পূর্ণ হৈল সকল আকাশ রে। মহা জয় জয় ধ্বনি অনন্ত ব্রহ্মাণ্ডে শুনি অমঙ্গল সব হৈল নাশ রে।। সত্যলোক আদি জিনি উঠিল মঙ্গলধ্বনি স্বর্গ মর্ত্ত পূরিয়া পাতাল রে। […] keyboard_arrow_right
  • ক্ষীরনিধি জলমাঝে আছিলা শয়ন শেজে
    ক্ষীরনিধি জলমাঝে আছিলা শয়ন শেজে অনন্ত শ্রীনিত্যানন্দ অঙ্গে। অদ্বৈত পিরীতি বশে আইলা কীর্ত্তন রসে হরিভক্তি বিলাইতে রঙ্গে।। অবতরি রঘুকুলে সিন্ধু বাঁধি গিরিমূলে দশকন্ধ করিলা সংহার। বধিলা রাক্ষসকুলে আপনার বাহুবলে শ্রীরাম লক্ষ্মণ অবতার।। যদুসিংহ অবতারে গোকুল মথুরাপুরে কত কত করিল বিহার। মোহিয়া সবার মন বিলাইলা প্রেমধন কানাই বলাই অবতার।। সব যুগ অবশেষে কলিযুগ পরবেশে ধন্য ধন্য […] keyboard_arrow_right
  • চলে নিতাই প্রেমভরে দিগ টলমল করে
    চলে নিতাই প্রেমভরে দিগ টলমল করে পদভরে অবনী দোলায়। আধ আধ কথা কয় মুখের বাহির নয় নিজ পারিষদে গুণ গায়।। দেখ ভাই অবনীমণ্ডলে নিত্যানন্দ। ভাইয়ার মুখ হেরি বাঢ়য়ে আনন্দ।। পরিধান নীল ধটী শোভা করে ক্ষীণ কটি কনককুণ্ডল এক কাণে। অঙ্গ হেলি দুলি চলে গৌর গৌর সদা বলে দিবানিশি আন নাহি জানে।। জিনি করিবরশুণ্ড শ্রীভুজে কনকদণ্ড […] keyboard_arrow_right
  • 1
  • 3
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ