কাঁদয়ে নিন্দুক সব করি হায় হায়।
একবার নদীয়া এলে ধরিব তার পায়।।
না জনি মহিমা গুণ কহিয়াছি কত।
এইবার লাগাইল পাইলে হব অনুগত।।
দেশে দেশে কত জীব তরাইল শুনি।
চরণে ধরিলে দয়া করিবে আপনি।।
না বুঝিয়া কহিয়াছি কত কুবচন।
এইবার পাইলে তার লইব শরণ।।
গৌরাঙ্গের সঙ্গে যত পারিষদগণ।
তারা সব শুনিয়াছি পতিতপাবন।।
নিন্দুক পাষণ্ড যত পাইল প্রকাশ।
কাঁদিয়া আকুল ভেল বৃন্দাবন দাস।।