কাঁদে সব ভক্তগণ হইয়া অচেতন
হরি হরি বলি উচ্চৈঃস্বরে।
কিবা মোর ধন জন কিবা মোর জীবন
প্রভু ছাড়ি গেলা সবাকারে।।
মাথায় দিয়া হাত বুকে মারে নির্ঘাত
হরি হরি প্রভু বিশ্বম্ভর।
সন্ন্যাস করিতে গেলা আমা সবে না বলিলা
কাঁদে ভক্ত ধূলায় ধূসর।।
প্রভুর অঙ্গনে পড়ি কাঁদে মুকুন্দ মুরারি
শ্রীধর গদাধর গঙ্গাদাস।
শ্রীবাসের গণ যত তারা কাঁদে অবিরত
শ্রীআচার্য্য কাঁদে হরিদাস।।
শুনিয়া ক্রন্দন রব নদীয়ার লোক সব
দেখিতে আইসে সবে ধাঞা।
না দেখি প্রভুর মুখ সবে পায় মহাশোক
কাঁদে সবে মাথে হাত দিয়া।
নগরিয়া ভক্ত যত সব শোকে বিগলিত
বালবৃদ্ধ নাহিক বিচার।
কাঁদে সব স্ত্রীপুরুষে পাষণ্ডিগণ হাসে
বৃন্দাবন করে হাহাকার।।