কেহ কাঁদে কেহ হাসে দেখি মহা পরকাশে
কেহ মূর্চ্ছা পায় সেই ঠাঞি রে।
কেহ কহে ভাল ভাল গৌরচন্দ্র ঠাকুরাল
ধন্য পাপী জগাই মাধাই রে।।
নৃত্যগীত কোলাহলে কৃষ্ণযশ সুমঙ্গলে
পূর্ণ হৈল সকল আকাশ রে।
মহা জয় জয় ধ্বনি অনন্ত ব্রহ্মাণ্ডে শুনি
অমঙ্গল সব হৈল নাশ রে।।
সত্যলোক আদি জিনি উঠিল মঙ্গলধ্বনি
স্বর্গ মর্ত্ত পূরিয়া পাতাল রে।
ব্রহ্মদৈত্য উদ্ধার বই নাহি শুনি আর
প্রকট গৌরাঙ্গ ঠাকুরাল রে।।
কৃষ্ণরসে হেন মতে যত মহাভাগবতে
কৃষ্ণাবেশে চলিলেন পুরে রে।
গৌরাঙ্গচন্দ্রের যশ বিনা আর কোন রস
কাহার বদনে নাহি স্ফুরে রে।।
জয় জয় জগদিন্দ্র প্রভু শ্রীগৌরচন্দ্র
জয় সর্ব্ব-জীব-লোকনাথ রে।
করুণা যে প্রকাশিলা ব্রহ্মদৈত্য উদ্ধারিলা
সবা প্রতি কর দৃষ্টিপাত রে।।
জয় জয় শ্রীচৈতন্য সংসার করিলা ধন্য
পতিতপাবন ধন্য বানা রে।
শ্রীকৃষ্ণচৈতন্যচন্দ্র জান নিত্যানন্দচন্দ্র
বৃন্দাবনদাস রস গানা রে।।