• সহচরিগণ করে ধরে পিচকারি
    সহচরিগণ করে ধরে পিচকারি। কানুর অঙ্গেতে দেই সুরভিত বারি।। বহুবিধ গন্ধচূরণ করে নেল। শ্যামর অঙ্গে সব সখিগণে দেল।। অনঙ্গরঙ্গিম গাওত গীত। বায়ত ডম্ফ কানু মনোনীত।। কত কত রাগ তব করয়ে আলাপ। গন্ধহিঁ দশ দিশ সকলি বেয়াপ।। সুবল সখা লেই নাগর কান। ঘন চূরণ দেই সবহুঁ নয়ান।। সুবদনি হেরইতে গোকুলবীর। মৃগমদে সিঞ্চই সকল শরীর।। ঐছন নিতি […] keyboard_arrow_right
  • স্মরসমরেচিতবিরচিতবেশা
    স্মরসমরেচিতবিরচিতবেশা। গলিতকুসুমদরবিলুলিতকেশা।। কাপি মধুরিপুণা। বিলসিত যুবতিরধিকগুণা।।ধ্রু।। হরিপরিরম্ভণবলিতবিকারা। কুচকলসোপরি তরলিতহারা।। বিচলদলকললিতাননচন্দ্রা। তদধরপানরভসকৃততন্দ্রা।। চঞ্চলকুণ্ডলললিতকপোলা। মুখরিতরসনজঘনগতিলোলা।। দয়িতবিলোকিতলজ্জিতহসিতা। বহুবিধকূজিতরতিরসরসিতা।। বিপুলপুলকপৃথুবেপথুভঙ্গা। শ্বসিতনিমীলিতবিকসদনঙ্গা।। শ্রমজলকণভরসুভগশরীরা। পরিপতিতোরসি রতিরণধীরা।। শ্রীজয়দেবভণিতহরিরমিতম্। কলিকলুষং জনয়তু পরিশমিতম্।। keyboard_arrow_right
  • হোলির প্রকার যৈছে করে তৈছে লীলা
    হোলির প্রকার যৈছে করে তৈছে লীলা। বহু গন্ধচূর্ণ বস্ত্রঅঞ্চলে বান্ধিলা।। কিঙ্কিণী শৃঙ্খল দিয়া করিলা বন্ধন। আরম্ভ করিলা গীত কামউদ্দীপন।। সভে গন্ধ চূর্ণ দেই কৃষ্ণের উপরে। পুষ্পের কন্দুক লইয়া কেহ কেহ ডারে।। মণিময় পিচকারি ধরি সখীগণে। পুষ্প গন্ধজলে তাহা করিয়া পূরণে।। সভে মেলি সিঞ্চয়ে গোবিন্দ কলেবর। সুবল মঙ্গল মধু কৃষ্ণসহচর।। খেলিতে খেলিতে সভে হইলা বিভোল। কহয়ে […] keyboard_arrow_right
  • 1
  • 3
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ