• মোর বন বন শোর শুনত
    মোর বন বন শোর শুনত বাঢ়ত মনমথপীড়। প্রথম ছার আষাঢ় আওল অবহুঁ গগন গম্ভীর।। দিবস রয়নী আ রি সখি কৈছে মোহন বিনে যাওয়ে।। আওয়ে শাঙন বরিখে ভাঙন খন শোহায়ন বারি। পঞ্চশর শর ছুটত রে কৈছে জীয়ে বিরহিনি নারি।। আওয়ে ভাদো বেগর মাধো কাকো কহি ইহ দুখ। নিডরে ডর ডর ডাকে ডাহুকি ছুটত মদন কন্দুক।। অছু […] keyboard_arrow_right
  • যব দুহুঁ নিজ পদে চালে হিঁডোর
    যব দুহুঁ নিজ পদে চালে হিঁডোর। সখি না ঝুলায়ই তেজল ডোর।। হেরত দোহেঁ দোহাঁ নয়নবিভঙ্গ। দুহুঁ তনু মুকুরে হেরই দুহুঁ অঙ্গ।। দুহুঁ রূপ হেরি দুহুঁ হেরই না পায়। দরশনভঙ্গে খেদ জনমায়।। তৈখনে ছোড়ল দীঘ নিশ্বাস। দুহুঁ তনু মলিন রূপ পরকাশ।। পুন ধনি হরিষে কানুমুখ হেরি। উলসি হিন্দোলা চালায়ে পুন বেরি।। তরল দোলে ধনি চমকয়ে জানি। […] keyboard_arrow_right
  • রঙ্গিণীগণে কহে রসবতি রাই
    রঙ্গিণীগণে কহে রসবতি রাই। সকল সখিগণ চলু ঘর যাই।। মানস সুরধনী দুকুল পাথার। কৈছনে সহচরি হোয়ব পার।। প্রাবৃট সময়ে গরজে ঘন ঘোর। খরতর পবন বহই তঁহি জোর।। দূরহি নেহারত নাগর শ্যাম। তরণী লেই মিলল সোই ঠাম।। হাসি হাসি কহয়ে নাবিকবরকান। চল সবে পারে উতারব হাম।। শুনি সুবদনী ধনী হরষিত ভেল। চঢ়ল তরণীপর সহচরী মেল।। নৌতুন […] keyboard_arrow_right
  • রতি-অবসানে বৈঠি শ্যামসুন্দর
    রতি-অবসানে বৈঠি শ্যামসুন্দর পোঁছয়ে নিজ করে ঘাম। জনু দ্বিজ-রাজ পূজই বর কোকনদে পরাভব পাইয়া কাম।। অপরূপ নাগর-প্রেম। না জানিয়ে কি করব যৈছন দারিদ পাইয়া ঘট ভরি হেম।।ধ্রু।। পবন মৃদুতর বীজন করই পুন চন্দন গাত লাগায়। খপুর কপুরযুত পর্ণ সুশোভিত মুখ ভরি প্রচুর যোগায়।। ঐছন বহুবিধ করিয়া সুসেবন পুন লই কয়ল শয়ন। কহ রাধামোহন কব বহ […] keyboard_arrow_right
  • রাইক রাগ কহলি বহু মোয়
    রাইক রাগ কহলি বহু মোয়। কৈছনে ঐছন সাহস হোয়।। পরনারি-গ্রহণ দহন সম তাপ। ধরম-মরম-জ্ঞানি কো করু পাপ।। তাহে যদি সঙ্গি সব দেখে লব দোখ। জাগর দুরে রহু সপনহি রোখ।। শুনি সখি কানু-বচন অনুবন্ধ। কহ রাধামোহন লাগল ধন্ধ।। keyboard_arrow_right
  • শ্যাম রাস রস রঙ্গিয়া
    শ্যাম রাস রস রঙ্গিয়া। নব যুবরাজ যুবতি সঙ্গিয়া।।ধ্রু।। চঞ্চল গতি চরণে চলত সঙ্গীত সুরঙ্গিয়া। নাচে মনোহর গতি অঙ্গ ভঙ্গিয়া।। বীণ রবাব বিবিধ যন্ত্র বাওয়ে উপাঙ্গিয়া। মধুর তাতা থৈ থৈ থৈ বোলত মৃদঙ্গিয়া।। কানু চরণ সুর মোহন লোল মঞ্জীর মান রি। রুচির তাতা থৈয়া থৈয়া থৈয়া গাওত সুর তান রি।।ধ্রু।। ভানুনন্দিনি কিশোরী গোরি গাওত অনুপম রি। […] keyboard_arrow_right
  • সই কি আর বলিব তোরে
    সই কি আর বলিব তোরে। অনেক পুণ্যফলে সে হেন বঁধুয়া আসিয়া মিলল মোরে।। এ ঘোর রজনী মেঘঘটা বঁধু কেমনে আইল বাটে। আঙ্গিনার কোণে বঁধুয়া তিতিছে দেখিয়া পরাণ ফাটে।। নহি স্বতন্তর গুরুজনা ডর বিলম্বে বাহির হৈনু। আহা মরি মরি সঙ্কেত করিয়া কত না যাতনা দিনু।। বঁধুর পীরিতি আদর দেখিতে মোর মনে হেন করে। কলঙ্কের ডালি মাথায় […] keyboard_arrow_right
  • সই, কি আর বলিব তোরে
    সই, কি আর বলিব তোরে। বহু পুণ্যফলে সেহেন বঁধুয়া বিধি মিলায়ল মোরে।।ধ্রু।। এ ঘোর রজনী মেঘ-ঘটা বঁধু কেমনে আইল বাটে। আঙ্গিনার কোণে বঁধুয়া তিতিছে দেখিয়া পরাণ ফাটে।। নহি স্বতন্তর গুরুজনা ডর বিলম্বে বাহরি হলুঁ।। আহা মরি মরি সঙ্কেত করিয়া কত না যাতনা দিলুঁ । বঁধুর পীরিতি আরতি দেখিয়া মোর মনে হেন করে। কলঙ্কের ডালি মাথায় […] keyboard_arrow_right
  • হেরি দেখ অপরূপ গোরাচাঁদের চরিত
    হেরি দেখ অপরূপ গোরাচাঁদের চরিত কে তাহে উপমা দিবে। প্রেমে ছল ছল নয়ন-যুগল ভকতি যাচয়ে সব জীবে।। সুমেরু জিনিয়া অঙ্গ গমন মাতঙ্গ রূপ জিনি কত কোটি কাম। না জানি কিবা ভাবে আপাদ-মস্তক পুলকে জপয়ে শ্যাম শ্যাম।। গৌর বরণ সুধাময় তনু কিরণ ঠামহি ঠাম। ভকত হেরি হেরি সমান দয়া করি যাচত মধুর হরিনাম।। গোবিন্দদাসক চীত উনমত […] keyboard_arrow_right
  • হোর দেখ নব নব গৌরাঙ্গ-মাধুরি
    হোর দেখ নব নব গৌরাঙ্গ-মাধুরি রূপে জিতল কোটি কাম। অঙ্গহি অঙ্গ ঘামকুল সঞ্চরু যৈছন মোতিম-দাম।। নয়নহি নির বহ কম্পই থির নহ হাসি কহত মৃদু বাত। কো জানে কি ক্ষণে ঘর সঞে আয়লুঁ ঠেকি গেলুঁ শ্যামর হাত।। বেশক উচিত দান কতু না শুনিয়ে কাহাঁ শিখলি অবিচার। বুঝি দেখি নিরজন বন সে গোবর্দ্ধন লূটবি তুহুঁ বাটপার।। সো […] keyboard_arrow_right
  • 1
  • 5
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ