যব দুহুঁ নিজ পদে চালে হিঁডোর।
সখি না ঝুলায়ই তেজল ডোর।।
হেরত দোহেঁ দোহাঁ নয়নবিভঙ্গ।
দুহুঁ তনু মুকুরে হেরই দুহুঁ অঙ্গ।।
দুহুঁ রূপ হেরি দুহুঁ হেরই না পায়।
দরশনভঙ্গে খেদ জনমায়।।
তৈখনে ছোড়ল দীঘ নিশ্বাস।
দুহুঁ তনু মলিন রূপ পরকাশ।।
পুন ধনি হরিষে কানুমুখ হেরি।
উলসি হিন্দোলা চালায়ে পুন বেরি।।
তরল দোলে ধনি চমকয়ে জানি।
সখি নিষেধয়ে হরি নিষেধ না মানি।।
পুন কহে কি করহ চপল কানাই।
মন্দ ঝুলাও আকুল ভেল রাই।।
শুনিয়া না শুনে অতি বেগে ঝুলায়।
উদ্ধবদাস মিনতি করু পায়।।