কামিনি কানু কহল কত মোয়। কোমল কেলি- কুতূহলে কমলিনি কোনে কঠিন করু তোয়।। কালিন্দি-কূল কদম্বক কানন কুসমিত কুঞ্জ-কুটীর। কাম-কলহকারি কপটে কলাবতি কানুক করহ অথীর।। করষিতে কান্ত কবরি কুচ-কঞ্চুক করসি শয়ন কর বারি। কুটিল কটাখ- কুসুম-শরে কোপিনি কিয়ে কিয়ে না কর হামারি।। করইতে কোরে কাঁপি করু কাকলি কোকিল-কূজিত-ভাষে। কালি কুঞ্জবনে কৈ তবে কি কহল কহত না […]
keyboard_arrow_right