• কানুর বচন শুনি গোপীগণ
    কানুর বচন শুনি গোপীগণ কহিতে লাগিলা তাথে।— “আমরা পরের রমণী হইয়া বজর পড়িল মাথে।। পরের পীরিতি আগে না গণিয়া যে জন পীরিতি করে। আপনার হাতে বিষ ধরি খায় পরিণামে হেন করে।। ছায়ার আকার ছায়াতে মিলাএ জলের বিম্বুকি প্রায়। যেন নিশিকালে নিশার স্বপন তেমত পীরিতি ভায়।। যেমন বাদিয়া কাঠের পুতলি নাচায় যতন করি। দেখিতে মিছাই সকল […] keyboard_arrow_right
  • কানুর বচন শুনি গোপীগণ
    কানুর বচন শুনি গোপীগণ কহিতে লাগিল তাতে। আমরা পরের রমণী হইয়া বজর পড়িল মাথে।। পরের পীরিতি আগে না গণিয়া যে জন পীরিতি করে। আপনার হাতে বিষ ধরি খায় পরিণামে হেন করে।। ছায়ার আকার ছায়াতে মিশায় জলের বিম্বুকি প্রায়। যেন নিশাকালে নিশার স্বপন তেমত পীরিতি ভায়।। যেমন বাদিয়া কাঠের পুতলি নাচায় যতন করি। দেখিতে মিছাই সকল […] keyboard_arrow_right
  • কামিনি কানু কহল কত মোয়
    কামিনি কানু কহল কত মোয়। কোমল কেলি- কুতূহলে কমলিনি কোনে কঠিন করু তোয়।। কালিন্দি-কূল কদম্বক কানন কুসমিত কুঞ্জ-কুটীর। কাম-কলহকারি কপটে কলাবতি কানুক করহ অথীর।। করষিতে কান্ত কবরি কুচ-কঞ্চুক করসি শয়ন কর বারি। কুটিল কটাখ- কুসুম-শরে কোপিনি কিয়ে কিয়ে না কর হামারি।। করইতে কোরে কাঁপি করু কাকলি কোকিল-কূজিত-ভাষে। কালি কুঞ্জবনে কৈ তবে কি কহল কহত না […] keyboard_arrow_right
  • কালার পীরিতি গরল সমান
    কালার পীরিতি গরল সমান না খাইলে থাকে সুখে। পীরিতি-অনলে পুড়িয়া মরে যে জনম যায় তার দুখে।। আর বিষ খেলে তখনি মরণ এ বিষে জীবন শেষ। সদা ছট্‌ ফট্‌ ঘুরুণি নিপট লট পট তার বেশ।। নয়নের কোণে চাহে যাঁহা পানে সে ছাড়ে জীবনের আশ। পরশ পাথর ঠেকিনু রহিল কহে বড়ু চণ্ডীদাস।। keyboard_arrow_right
  • কালার পীরিতি গরল সমান
    কালার পীরিতি গরল সমান না খাইলে থাকে সুখে। পীরিতি অনলে পুড়িয়া মরে যে জনম যায় তার দুখে।। আর বিষ খেলে তখনি মরণ এ বিষে জীবন শেষ। সদা ছট্‌ফট্‌ ঘুরুণি নিপট লট পট তার বেশ।। নয়নের কোণে চাহে যাঁহা পানে সে ছাড়ে জীবনের আশ। পরশ পাথর ঠেকিয়া রহিল কহে বড়ু চণ্ডীদাস।। keyboard_arrow_right
  • কালিন্দি-তীর নিকুঞ্জক মাঝ
    কালিন্দি-তীর নিকুঞ্জক মাঝ। রোয়ত সুবদনি ছোড়ল লাজ।। অতি উতকণ্ঠিত বিরহ-বিষাদ। সহচরিবৃন্দ গণয়ে পরমাদ।। দারুণ কোকিল ভ্রমর ঝঙ্কার। মলয়-পবনে ধনি করু সিতকার।। হরি হরি শবদে লুঠতি সখি-কোর। অবিরত লোচনে গলতহিঁ লোর।। হেরি চলল সখি কানুক পাশ। কত যে নিবেদব বলরাম দাস।। keyboard_arrow_right
  • কালিয়া কালিয়া বলিয়া বলিয়া
    কালিয়া কালিয়া বলিয়া বলিয়া জনমে কি ফল পেলুঁ । হিয়া দগদগি পরাণ পোড়নি মনের আগুণে মলুঁ।। গোকুল-নগরে কেবা কি না করে তাহে কি নিষেধ বাধা। সতী কুলবতী সে সব যুবতী শ্যাম-কলঙ্কিনী রাধা।। এ ঘর দারুণ বিধি নিদারুণ বসতি পরের বশে। হেন করে মনে হউক মরণ কি আর জীবনে যশে।। বাহির হইতে লোক চরচাতে বিষ মিশাইল […] keyboard_arrow_right
  • কালিয়া কালিয়া বলিয়া বলিয়া
    কালিয়া কালিয়া বলিয়া বলিয়া জনমে কি সুখ পানু। হিয়া দগদগি পরাণ পোড়নি মনের আগুনে মনু।। মরিনু মরিনু মরিয়া গেনু ঠেকিনু পীরিতি-রসে। আর কেহ জানি এ রসে ভুলে না ঠেকিলে জানিবে শেষে।। এ ঘর করণ বিহি নিদারুণ বসতি পরের বশে। মাগ এই বর মরণ সকল কি আর এ সব আশে।। এখনি জানিলে আর কি জানিবে জানিবে […] keyboard_arrow_right
  • কালিয়া কালিয়া বলিয়া বলিয়া
    কালিয়া কালিয়া বলিয়া বলিয়া জনমে কি ফল পানু। হিয়া দগদগি পরাণ পোড়নি মনের আগুনে মনু।। গোকুল নগরে কেবা কি না করে তাহে কি নিষেধ বাধা। সতী কুলবতী সে সব যুবতী হাম কলঙ্কিনী রাধা।। এ ঘর করণ বিধি নিদারুণ পীরিতি পরের বশে। হেন করে মন হউক মরণ আর যত অপযশে।। বাহির বেড়াতে লোকচরচাতে বিষম হইল ঘরে। […] keyboard_arrow_right
  • কাহারে করিব দুখ কে জানে অন্তর
    কাহারে করিব দুখ কে জানে অন্তর। যাহারে মরমী কহি সে বাসয়ে পর।। আপনা বলিতে বুঝি নাহিক সংসারে। এত দিনে বুঝিনু সে ভাবিয়া অন্তরে।। মনের মরম কহি জুড়াবার তরে। দ্বিগুণ আগুন সেই জ্বালি দেয় মোরে।। এত দিনে বুঝিলাম মনেতে ভাবিয়া। এ তিন ভুবনে নাহি আপন বলিয়া।। এ দেশে না রব একা যাব দূর দেশে। সেই সে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ