• কিবা নাম কোথায় থাকো কাহার রাখাল
    কিবা নাম কোথায় থাকো কাহার রাখাল। কাহার নন্দন তুমি রাখো কার পাল।। নব বৃন্দাবনে থাকো না মানো দোহাই। আমার সাক্ষাতে দিয়া কেন যাও নাই।। আপনার মান রাখো নহে যাও ফিরি। তোমার গৌরব আমি ভেদিতেহ পারি।। চণ্ডীদাস কহে শুন আমার বচন। তোমার লাগিয়া ফিরি গহন কানন ।। keyboard_arrow_right
  • কিবা রাতি কিবা দিন কিছুই না জানি
    কিবা রাতি কিবা দিন কিছুই না জানি। জাগিতে স্বপনে দেখি কালা রূপখানি।। আপনার নাম মোর নাহি পড়ে মনে। পরাণ হরিলে রাঙ্গা নয়ন-নাচনে।। কি খেনে দেখিলাম সই নাগর-শেখর। আঁখি ঝরে মন কাঁদে পরাণ ফাঁফর।। সহজে মুরতি খানি বড়ই মধুর। মরমে পশিয়া সে ধরম কৈলে চূর।। আর তাহে কত কত ধরে বৈদগধি। কুলেতে যতন করে কোন বা […] keyboard_arrow_right
  • কিবা রূপে কিবা গুণে মন মোর বান্ধে
    কিবা রূপে কিবা গুণে মন মোর বান্ধে। মুখে না নিঃসরে বাণী দুটি আঁখি কান্দে।। মনের মরম কথা শুনলো সজনি। শ্যাম বন্ধু পড়ে মনে দিবস রজনী।।ধ্রু।। চিতের আগুন কত চিতে নিবারিব। না যায় কঠিন প্রাণ কারে কি বলিব।। কোন্ বিধি সিরজিল কুলবতী বালা। কেবা নাহি করে প্রেম কার এত জ্বালা।। জ্ঞানদাস বলে মুঞি কারে কি বলিব। […] keyboard_arrow_right
  • কিয়ে শুভ দরশনে উলসিত লোচনে
    কিয়ে শুভ দরশনে উলসিত লোচনে দুহুঁ দোহাঁ হেরি মুখছান্দে। তৃষিত চাতক নব জলধরে মীলল ভুখিল চকোর চারু চান্দে।। আধ নয়নে দুহুঁ রূপ নেহারই চাহনি আনহি ভাঁতি। রসের আবেশে দুহুঁ অঙ্গ হেলাহেলি বিছুরল প্রেম সাঙ্গাতি।। শ্যাম সুখময় দেহ গোরি পরশে সেহ মিলায়ল যেন কাঁচা ননী। রাই তনু ধরিতে নারে আউলাইল আনন্দভরে শিরিষ কুসুম কমলিনী।। অতসি কুসুম […] keyboard_arrow_right
  • কিরূপ দেখিনু মধুর মুরতি
    কিরূপ দেখিনু মধুর মুরতি পিরিতি রসের সার। হেন লয় মনে এ তিন ভূবনে তুলনা নাহিক তার।। বড় বিনোদিয়া চূড়ার টালনি কপালে চন্দন চাঁদ। জিনি বিধুবর বদন সুন্দর ভুবন মোহন ফাঁদ।। নব জলধর অঙ্গ ঢর ঢর বরণ চিকণ কালা। অঙ্গে আভরণ রতন কাঞ্চন মণি মুকুতার মালা।। জোড়া ভুরু যেন কামের কামান কে না কৈল নিরমান। ও […] keyboard_arrow_right
  • কুঞ্চিত-কেশিনি নিরূপম-বেশিনি
    কুঞ্চিত-কেশিনি নিরূপম-বেশিনি রস-আবেশিনি ভঙ্গিনি রে। অধর সুরঙ্গিণি অঙ্গ তরঙ্গিণি- সঙ্গিনি নব নব রঙ্গিণি রে।। সুন্দরী রাধে আওয়ে বনী। ব্রজ রমণীগণ-মুকুট-মণি।। কুঞ্জর-গামিনি মোতিম দামিনি দামিনি চমক-নেহারিনি রে। অভরন-ধারিনি নব অভিসারিনি শ্যামর-হৃদয়-বিহারিনি রে।। নব অনুরাগিনি অখিল-সোহাগিনি পঞ্চম রাগিণী মোহিনি রে। রাস-বিলাসিনি হাস-বিকাশিনি গোবিন্দদাস চিতশোহিনি রে।। keyboard_arrow_right
  • কুবুজা কহেন চরণে পড়িয়া
    কুবুজা কহেন চরণে পড়িয়া– “তুমি সে পারণ-পতি। মুই কি জানিব তোমার শকতি অবলা যুবতী-মতি।” কহেন গোবিন্দ কুবুজা পরশি– “তুমি সে উত্তম রামা। তোমার ভকতি স্বভাব শকতি দেখিল কটাক্ষ প্রেমা।।” পড়িয়া ভূতলে কান্দি কিছু বলে– “মোর অপরাধ ক্ষেম। মুই মূঢ় জাতি করিল যুবতী তিলে কত হয় ভ্রম।। তুমি সনাতন পরম কারণ কিসে বা আমারে গণি।।” চণ্ডীদাস […] keyboard_arrow_right
  • কুবুজা কহেন চরণে পড়িয়া
    কুবুজা কহেন চরণে পড়িয়া তুমি সে পরাণ-পতি। মুই কি জানিব তোমার শকতি অবলা যুবতী মতি।। কহেন গোবিন্দ কুবুজা পরশি তুমি সে উত্তম রামা। তোমার ভকতি স্বভাব শকতি দেখিল কটাক্ষ প্রেমা।। পড়িয়া ভূতলে কান্দি কিছু বলে মোর অপরাধ ক্ষেম। মুই মূঢ় জাতি করিল যুবতী তিলে কত হই ভূম।। তুমি সনাতন পরম কারণ দেবের দেবতা তুমি। কেনে […] keyboard_arrow_right
  • কুবুজা সুন্দরী অতি মনোহরী
    কুবুজা সুন্দরী অতি মনোহরী দেখিল আপন অঙ্গ। ত্রিভঙ্গ আছিল মোহিনী হইল এ বড়ি রসের রঙ্গ।। মোহিত হইল নগর সকল এ কি অদভূত শুনি। ত্রিভঙ্গ যে ছিল সুন্দরী হইল এমন নাহিক জানি।। কুবুজা দেখিতে নগর হইতে দেখিতে আইল তারা। নিশ্চয় শুনিল নয়নে দেখিল এই সে কেমন ধারা।। কেহ বলে–“ভাই রথে দুই ভাই মাখল চন্দন চান্দ। মালা […] keyboard_arrow_right
  • কুবুজা সুন্দরী অতি মনোহারী
    কুবুজা সুন্দরী অতি মনোহারী দেখিল আপন অঙ্গ। ত্রিভঙ্গ আছিল মোহিনী হইল এ বড়ি রসের রঙ্গ।। মোহিত হইল নগর সকল এ কি অদভুত শুনি। ত্রিভঙ্গ যে ছিল সুন্দরী হইল এমন নাহিক জানি।। কুবুজা দেখিতে নগর হইতে দেখিতে আইল তারা। নিশ্চয় শুনিল নয়নে দেখিল এই সে কেমন ধারা।। কেহ বলে ভাই রথে দুই ভাই মাখল চন্দন চান্দ। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ