কুঞ্চিত-কেশিনি নিরূপম-বেশিনি রস-আবেশিনি ভঙ্গিনি রে। অধর সুরঙ্গিণি অঙ্গ তরঙ্গিণি- সঙ্গিনি নব নব রঙ্গিণি রে।। সুন্দরী রাধে আওয়ে বনী। ব্রজ রমণীগণ-মুকুট-মণি।। কুঞ্জর-গামিনি মোতিম দামিনি দামিনি চমক-নেহারিনি রে। অভরন-ধারিনি নব অভিসারিনি শ্যামর-হৃদয়-বিহারিনি রে।। নব অনুরাগিনি অখিল-সোহাগিনি পঞ্চম রাগিণী মোহিনি রে। রাস-বিলাসিনি হাস-বিকাশিনি গোবিন্দদাস চিতশোহিনি রে।।
keyboard_arrow_right