“গৃহমাঝে রাধা কাননেতে রাধা রাধাময় সব দেখি। শয়নে ভোজনে গমনে নয়ানে সদাই রাধারে দেখি।। নয়ান মুদিলে হৃদয়ে রাধিকা রাধিকা পরম গতি। গানেতে রাধিকা গুণেতে রাধিকা সদাই রাধিকা মতি।। প্রেমেতে রাধিকা স্নেহেতে রাধিকা রাধিকা আরতি পাশে। রাধারে ভজিয়া রাধাকান্ত নাম পায়াছি অনেক আশে।। জ্ঞানেতে রাধিকা ধ্যানেতে রাধিকা রূপেতে রাধিকাময়। সর্ব্বাঙ্গে রাধিকা স্বপ্নেহ রাধিকা সর্ব্বত্র রাধিকা হয়।।” […]
keyboard_arrow_right