• কোন্‌ বিধি সিরজিল কুলবতী নারী
    কোন্‌ বিধি সিরজিল কুলবতী নারী। সদা পরাধিনী ঘরে রহে একেশ্বরী।। ধিক্‌ রহু হেন জন হয়ে প্রেম করে। বৃথা সে জীবন রাখে তখনি না মরে।। বড় ডাকে কথাটি কহিতে যে না পারে। পর পুরুষেতে রতি ঘটে কেন তারে।। এ ছার জীবনের মুই ঘুচাইনু আশ। চণ্ডীদাস কহে কেন ভাবহ উদাস।। keyboard_arrow_right
  • কোন্ বিধি সিরজিল কুলবতী নারী
    কোন্ বিধি সিরজিল কুলবতী নারী। সদা পরাধীন ঘরে রহে একেশ্বরী।। ধিক্ রহু হেন জন হয়ে প্রেম করে। বৃথা সে জীবন রাখে তখনি না মরে।। বড় ডাকে কথাটি কহিতে যে না পারে। পর পুরুষেতে রতি ঘটে কেন তারে।। এ ছার জীবনের মুই ঘুচাইনু আশ। চণ্ডীদাস কহে কেন ভাবহ উদাস।। keyboard_arrow_right
  • খেলা রসে ছিলা কানাই শ্রীদামের সনে
    খেলা রসে ছিলা কানাই শ্রীদামের সনে। হেনকালে রাধারে পড়িয়া গেল মনে।। আপনার ধেনু সব সঙ্গিগণে দিয়া। রাধা বলি বাজায় বাঁশী ত্রিভঙ্গ হইয়া।। রাধা বলি কানাই পূরিল মোহন বাঁশী। শ্রীরাধিকার কানে তাহা প্রবেশিল আসি।। শুনি ধ্বনি সুবদনী অথির হইয়া। বন্ধুরে আপনা দিয়া মিলিব যাইয়া।। রায়শেখর কহে এই কথা বটে। চল সভে যাই মোরা যমুনার তটে।। keyboard_arrow_right
  • গদ গদ প্রেমে পথে যায় চলি
    গদ গদ প্রেমে পথে যায় চলি আনন্দ হইয়া বড়ি। অশ্রুজলে অঙ্গ তিতিল সকল রথের উপরে পড়ি।। এই মত কত ভাবের উদয় অক্রুর মহা সে মতি। শুভ দশা মোর আজি সে ফলিল দেখিব গোলোকপতি।। যে পদপল্লব যোগীর ধেয়ান করিলে নাহিক পায়। সে জন দেখিব নয়ন ভরিয়া দু আঁখি জুড়াব তায়।। এই সব কথা ভকত বিচার করি […] keyboard_arrow_right
  • গদ্‌গদ প্রেমে পথে যায় চলি
    গদ্‌গদ প্রেমে পথে যায় চলি আনন্দ হইয়া বড়ি। অশ্রুজলে অঙ্গ তিতিল সকল রথের উপরে পড়ি।। এই মত কত ভাবের উদয় অক্রূর মহা সে মতি। “শুভ দশা মোর আজি সে ফলিল দেখিব গোলকপতি।। যে পদপল্লব যোগীর ধেয়ান করিলে নাহিক পায়। সে জন দেখিব নয়ন ভরিয়া দু’ আখি জুড়াব তায়।।” এই সব কথা ভকত-বিচার করি গেলা মনে […] keyboard_arrow_right
  • গৃহমাঝে রাধা কাননেতে রাধা
    গৃহমাঝে রাধা কাননেতে রাধা সকলে রাধারে দেখি। শয়নে ভোজনে গমনে রাধিকা রাধিকা সদাই মতি।। প্রেমেতে রাধিকা স্নেহেতে রাধিকা রাধিকা আরতি পাশে। রাধারে ভজিয়া রাধাকান্ত নাম পেয়েছি অনেক আশে।। জ্ঞানেতে রাধিকা ধ্যানেতে রাধিকা রূপেতে রাধিকা ময়। সর্ব্বাঙ্গে রাধিকা স্বপ্নেহ রাধিকা সর্ব্বত্র রাধিকা ময়।। শ্যামের বচন আরতি ভকতি শুনি রসমই রাধা। চণ্ডীদাস বলে এমন পীরিতি হৃদয়ে হৃদয়ে […] keyboard_arrow_right
  • গৃহমাঝে রাধা কাননেতে রাধা
    “গৃহমাঝে রাধা কাননেতে রাধা রাধাময় সব দেখি। শয়নে ভোজনে গমনে নয়ানে সদাই রাধারে দেখি।। নয়ান মুদিলে হৃদয়ে রাধিকা রাধিকা পরম গতি। গানেতে রাধিকা গুণেতে রাধিকা সদাই রাধিকা মতি।। প্রেমেতে রাধিকা স্নেহেতে রাধিকা রাধিকা আরতি পাশে। রাধারে ভজিয়া রাধাকান্ত নাম পায়াছি অনেক আশে।। জ্ঞানেতে রাধিকা ধ্যানেতে রাধিকা রূপেতে রাধিকাময়। সর্ব্বাঙ্গে রাধিকা স্বপ্নেহ রাধিকা সর্ব্বত্র রাধিকা হয়।।” […] keyboard_arrow_right
  • গোপালে সাজাইতে নন্দরাণী না পারিল
    গোপালে সাজাইতে নন্দরাণী না পারিল। যতনে কানাই-চূড়া বলাই বান্ধিল।। অঙ্গদ বলয়া হার শোভিয়াছে ভাল। শ্রবণে কুণ্ডল দোলে গলে গুঞ্জাহার।। পীত ধড়া আঁটিয়া পরায় কটি-তটে। বেত্র মুরলী হাতে শিঙ্গা দোলে পিঠে।। ললাটে তিলক দিল শ্রীদাম আসিয়া। নূপুর পরায় রাঙ্গা চরণ ধরিয়া।। বলরাম দাসে বোলে কান্দিতে কান্দিতে। অমনি রহিল রাণী বদন হেরিতে।। keyboard_arrow_right
  • গোপালে সাজাইতে নন্দরাণী না পারিল
    গোপালে সাজাইতে নন্দরাণী না পারিল। যতনে কানাইর চূড়া বলাই বান্ধিল।। অঙ্গদ বলয়া হার শোভিয়াছে ভাল। শ্রবণে কুণ্ডল দোলে গলে গুঞ্জাহার।। পীত ধড়া আঁটিয়া পরায় কটি-তটে। বেত্র মূরলী হাতে শিঙ্গা দোলে পিঠে।। ললাটে তিলক দিল শ্রীদাম আসিয়া। নূপুর পরায় রাঙ্গা চরণ ধরিয়া।। ঘনরাম দাসে বোলে কান্দিতে কান্দিতে। অমনি রহিল রাণী বদন হেরিতে।। keyboard_arrow_right
  • গোরারূপ লাগিল নয়নে
    গোরারূপ লাগিল নয়নে। কিবা নিশি কিবা দিশি শয়নে স্বপনে।। যে দিকে ফিরাই আঁখি সেই দিকে দেখি। পিছলিতে করি সাধ না পিছলে আঁখি।। কি ক্ষণে দেখিলাম গোরা কি না মোর হৈল। নিরবধি গোরারূপ নয়নে লাগিল।। চিত নিবারিতে চাহি নহে নিবারণ। বাসু ঘোষ বলে গোরা রমণীমোহন ।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ