• গৌরাঙ্গ বিরহে সভে বিভোর হইয়া
    গৌরাঙ্গ বিরহে সভে বিভোর হইয়া। সকল ভকতগণ একত্র মিলিয়া।। নিত্যানন্দ প্রভু সনে যুগতি করিল। অদ্বৈত আচার্য্য পাশে সভাই চলিল।। গৌরাঙ্গ দেখিতে সভে নীলাচলে যাব। দেখিয়া সে চাঁদমুখ হিয়া জুড়াইব।। শ্রীনিবাস হরিদাস মুরারি মুকুন্দ। বাসুদেব নরহরি সেন শিবানন্দ।। সকল ভকত মেলি যায় নীলাচল। প্রেমদাস কহে সব হইবে সফল।। keyboard_arrow_right
  • ঘন শ্যাম শরীর কেলি রস
    ঘন শ্যাম শরীর কেলি রস যমুনাক তীর বিহার বনি। শ্রীদাম সুদাম ভায়া বলরাম সঙ্গে বসুদাম রঙ্গে কিঙ্কিণী।। ঘন চন্দন ভাল কানে ফুল ডাল অঙ্গে গিরি লাল কিয়ে চলনি। লুফিছে পাচনি বাজিছে কিঙ্কিণী পদ নূপুর ঝুনু ঝুনু শুনি।। কত যন্ত্র সুতান কলা রস গান বাজায়ত মান করি সুমেলে। যব বেণু পুরে মৃগ পাখী ঝুরে পুলকে তরু […] keyboard_arrow_right
  • ঘন শ্যাম শরীর কেলি-রস
    ঘন শ্যাম শরীর কেলি-রস যমুনাক তীর বিহার বনি। শ্রীদাম সুদাম ভায়া বলরাম সঙ্গে বসুদাম রঙ্গে কিঙ্কিনী।। ঘন চন্দন ভাল কানে ফুল-ডাল অঙ্গে গিরি-লাল কিয়ে চলনি। লুফিছে পাঁচনি বাজিছে কিঙ্কিনী পদ-নূপুর ঝুনু ঝুনু শুনি।। কত যন্ত্র সুতান কলারস গান বাজায়ত মান করি সুমেলে। যব বেণু পূরে মৃগ পাখী ঝুরে পূলকে তরু পল্লব-পুষ্প-ফলে।। কেহ রূপ চাহে কেহ […] keyboard_arrow_right
  • চন্দ্রাবলি আজি ছাড়ি দেহ মোরে
    চন্দ্রাবলি, আজি ছাড়ি দেহ মোরে। শ্রীদাম ডাকিছে যাব তার কাছে এই নিবেদন তোরে।। কালি আসি হাম পূরাইব কাম ইথে নাহি কর রোষ। চন্দ্রাবলীনাথ ভুবনে বিদিত জগতে ঘোষয়ে দোষ ।। তুমি যে আমার আমি যে তোমার বিবাদে কি ফল আছে। লোক-জানাজানি কেন হয় ধনি পীরিতি ভাঙ্গিবে পাছে।। দাদা বলরাম করে অন্বেষণ ভ্রময়ে নগরমাঝে। চণ্ডীদাসে কয় সে […] keyboard_arrow_right
  • চন্দ্রাবলি, আজি ছাড়ি দেহ মোরে
    “চন্দ্রাবলি, আজি ছাড়ি দেহ মোরে। শ্রীদাম ডাকিছে যার তার কাছে এই নিবেদন তোরে।। কালি আসি হাম পূরাইব কাম ইথে নাহি কর রোষ। চন্দ্রাবলীনাথ ভুবনে বিদিত জগতে ঘোষয়ে দোষ।। তুমি যে আমার আমি যে তোমার বিবাদে কি ফল আছে। লোক জানাজানি কেন হয় ধনি পীরিতি ভাঙ্গিবে পাছে।। দাদা বলরাম করে অন্বেষণ ভ্রময়ে নগর মাঝে।” চণ্ডীদাসে কয়— […] keyboard_arrow_right
  • চল দেখি গিয়া গোরা অতি মনোহরে
    চল দেখি গিয়া গোরা অতি মনোহরে। অপরূপ রূপ গোরা নদীয়া নগরে।। ঢল ঢল কষিল কাঞ্চন জিনি অঙ্গ। কে দেখি ধৈরজ ধরে নয়ান তরঙ্গ।। আজানুলম্বিত ভুজ কনকের স্তম্ভ। অরুণ বসন কটি বিপুল নিতম্ব।। মালতীর মালা গলে আপাদ দোলনি। কহে বাসু দিব গিয়া যৌবন নিছনি।। keyboard_arrow_right
  • চলল গমন হংস যেমন
    চলল গমন হংস যেমন বিজুরীতে যেন উয়ল ভুবন লাখ চাঁদ লাজে মলিন হইল ও চাঁদ -বদন হেরিয়া। সরল ভালে সিন্দূরবিন্দু তাহে বেঢ়ল কতেক ইন্দু কুসুম সুষম মুকুতা-মাল লোটন ঘোটন বান্ধিয়া।। বিম্ব অধর উপমা জোর হিঙ্গুল-মণ্ডিত অতি সে ঘোর দশন কুন্দ যেমন কলিকা কিবা সে তাহার পাঁতিয়া হাসিতে অমিয়া বরিখে ভাল নাসা-কির পর বেসর আর মুকুতা […] keyboard_arrow_right
  • চলল গমন হংস যেমন
    চলল গমন হংস যেমন বিজুরি তেমন উয়ল ভুবন লাখ চাঁদ লাজে মলিন হইল ও চাঁদ-বদন হেরিয়া। সরল ভালে সিন্দূরবিন্দু তাহে বেড়ল কতেক ইন্দু কুসুম সুষম মুকুতা-মাল নোটন ঘোটন বাঁধিয়া।। বিশ্ব অধর উপমা জোর হিঙ্গুলে মণ্ডিত অতি সে ঘোর দশন কুন্দ যেমন কলিকা কি বা সে তাহার পাঁতিয়া। হাসিতে অমিয়া বরিখে ভাল নাসিকার পর বেশর আর […] keyboard_arrow_right
  • চলল যমুনা-সিনান আশে
    চলল যমুনা-সিনান আশে। সহচরিগণ রাধারে পুছে।। “দেখিলে বনের দেবতা কৈছে। কেমন বরণ ভূষণ তৈছে।। কেমন মূরতি কহ না রাধে। কত সুখ কৈলে মনের সাধে।। কেমন দেবতা কোন বা স্থান। কেমন মূরতি কি তার নাম।।” রাধা কহে তবে সভার আগে। “শুনহ শ্রবণে ঐছন রাগে।। পূজল নৈবেদ্য সুগন্ধ ফুলে। তিঁহ সে থাকেন বটের মূলে।। … … …মুরতি […] keyboard_arrow_right
  • চলু অভিসারে বিনোদিনী রাধে
    চলু অভিসারে বিনোদিনী রাধে নব নব রঙ্গিণী সাথে। বাম শ্রবণমূলে শতদল কমল বীজই ধনুশর হাথে।। কুঞ্জর দর্শন ভূষণ করি সুন্দরি মদন জিনিতে ধনী সাজে। পহিরন ধৌত বসন কটি-বন্ধন কটিতটে কিঙ্কিণী বাজে।। কপালে সিন্দুর বিন্দু দুরে রবিকীরণ চারি পাশে মলয়জ বিন্দু। হেরইতে লাজ- সায়রে রবি ডুবল দিনে দিনে খিন ভেল ইন্দু।। নব নব রঙ্গিণী চামর ঢুলায়ত […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ