চন্দ্রাবলি, আজি ছাড়ি দেহ মোরে। শ্রীদাম ডাকিছে যাব তার কাছে এই নিবেদন তোরে।। কালি আসি হাম পূরাইব কাম ইথে নাহি কর রোষ। চন্দ্রাবলীনাথ ভুবনে বিদিত জগতে ঘোষয়ে দোষ ।। তুমি যে আমার আমি যে তোমার বিবাদে কি ফল আছে। লোক-জানাজানি কেন হয় ধনি পীরিতি ভাঙ্গিবে পাছে।। দাদা বলরাম করে অন্বেষণ ভ্রময়ে নগরমাঝে। চণ্ডীদাসে কয় সে […]
keyboard_arrow_right