গৌরাঙ্গ বিরহে সভে বিভোর হইয়া।
সকল ভকতগণ একত্র মিলিয়া।।
নিত্যানন্দ প্রভু সনে যুগতি করিল।
অদ্বৈত আচার্য্য পাশে সভাই চলিল।।
গৌরাঙ্গ দেখিতে সভে নীলাচলে যাব।
দেখিয়া সে চাঁদমুখ হিয়া জুড়াইব।।
শ্রীনিবাস হরিদাস মুরারি মুকুন্দ।
বাসুদেব নরহরি সেন শিবানন্দ।।
সকল ভকত মেলি যায় নীলাচল।
প্রেমদাস কহে সব হইবে সফল।।