কত কোটি চন্দ্র জিনি উজোর বদনখানি মল্লছাঁদে পড়ে নীল ধটী। কর পদ সুরাতুল জিনি কোকনদ ফুল বিনোদনরূপের পরিপাটী।। বলাই মল্লবেশে আইলা কাননে। শ্রীকরে চম্পক বেড়া চাঁচর চিকুরে চুড়া শিখিপুচ্ছ উড়িছে পবনে।।ধ্রু।। কনক অঙ্গদবালা গলে বৈজয়ন্তীমালা এক কানে মকরকুণ্ডল। কান্ধে শোভে শিঙ্গাবেত্র ঘূর্ণিত রাতুল নেত্র আর কানে রাতা উতপল।। বাথানে আসিয়া সুখে শিঙ্গা দিল চাঁদমুখে ডাকে […]
keyboard_arrow_right