কহ কহ অবধৌত নিমাঞি কেমন আছে।
ক্ষুধার সময় জননী বলিয়া
তোরে কখন কি পুছে।।
যে অঙ্গ কোমল নুনীর পুতল
আতপে মিলায় যে।
যতির নিয়মে নানা দেশে গ্রামে
কেমনে ভ্রময়ে সে।।
এক তিল যারে না দেখি মরিতাম
বাড়ীর বাহির দূরে।
সে কেমনে মোরে ছাড়িয়া আছয়ে
কোথা নীলাচলপুরে।।
মুঞি অভাগিনী আছি একাকিনী
জীবনে মরণপারা।।
কোথা বা যাইব কারে কি কহিব
প্রেমদাস জ্ঞানহারা।।