কংস নরপতি করিল আরতি
যজ্ঞ আরম্ভণ-কাজে।
বহু নরপতি নিমন্ত্রণ তথি
ভেজল সমাজ মাঝে।।
“গোকুল-নগরে ভেজব কাহারে
কৃষ্ণ বলরাম কাছে ?”
লাগিল মনেতে নৃপতি ভাবিতে
মথুরাতে জিসে আসে।।
মনেতে পড়িল অক্রূর বলিয়া
ডাকিয়া আনিল তথি।
কহে নরপতি — “যাহ শীঘ্রগতি
কৃষ্ণ বলরাম প্রতি।।
ধনুর্ম্ময় যজ্ঞ করি আরম্ভণ
তুমি সে গোকুলে গিয়া।
কৃষ্ণ বলরামে আনহ স্বজনে
ত্বরায় আসিবে লয়া।।”
এ কথা শুনিয়া গদ্‌গদে হৈয়া
কহেন অক্রূর রায়।
রথ আরোহণে বিদায় হইয়া
কৃষ্ণ আনিবারে যায়।।
পথে যেতে যেতে আনন্দ-সহিতে
ভাবিতে লাগিল কত।
চণ্ডীদাসে বলে– “ভাবের পুলকে
উঠিল বিভাব যত।।”