কত কোটি চন্দ্র জিনি উজোর বদনখানি
মল্লছাঁদে পড়ে নীল ধটী।
কর পদ সুরাতুল জিনি কোকনদ ফুল
বিনোদনরূপের পরিপাটী।।
বলাই মল্লবেশে আইলা কাননে।
শ্রীকরে চম্পক বেড়া চাঁচর চিকুরে চুড়া
শিখিপুচ্ছ উড়িছে পবনে।।ধ্রু।।
কনক অঙ্গদবালা গলে বৈজয়ন্তীমালা
এক কানে মকরকুণ্ডল।
কান্ধে শোভে শিঙ্গাবেত্র ঘূর্ণিত রাতুল নেত্র
আর কানে রাতা উতপল।।
বাথানে আসিয়া সুখে শিঙ্গা দিল চাঁদমুখে
ডাকে শিঙ্গা ধাও ধাও বলি।
শুনিয়া শিঙ্গার রব ধাইল ধবলী সব
মেলি গেল রাখালমণ্ডলী।।
হাঁকি নিজ নিজ পাল সব করি সমিশাল
সভে মেলি করি এক ছাঁদ ।
বলাই রঙ্গিয়া বড়ি হাতে নিল ছান্দনডুবি
চলিলা যেমন সোণার চাঁদ।।
সকল রাখাল সঙ্গে পরম কৌতুক রঙ্গে
তালবনপানে ঘন চায়।
রূপ গুণ বেশ দেখি জুড়ায় তাপিত আঁখি
প্রেমদাস কি বলিবে তায়।।