• চলে নিতাই প্রেমভরে দিগ টলমল করে
    চলে নিতাই প্রেমভরে দিগ টলমল করে পদভরে অবনী দোলায়। আধ আধ কথা কয় মুখের বাহির নয় নিজ পারিষদে গুণ গায়।। দেখ ভাই অবনীমণ্ডলে নিত্যানন্দ। ভাইয়ার মুখ হেরি বাঢ়য়ে আনন্দ।। পরিধান নীল ধটী শোভা করে ক্ষীণ কটি কনককুণ্ডল এক কাণে। অঙ্গ হেলি দুলি চলে গৌর গৌর সদা বলে দিবানিশি আন নাহি জানে।। জিনি করিবরশুণ্ড শ্রীভুজে কনকদণ্ড […] keyboard_arrow_right
  • চিকণ কালা গলায় মালা
    চিকণ কালা গলায় মালা বাজন নূপুর পায়। চূড়ার ফুলে ভ্রমর বুলে তেরছ নয়ানে চায়।। কালিন্দীর কূলে কি পেখলুঁ সই ছলিয়া নাগর কান। ঘর মু যাইতে নারিলুঁ সই আকুল করিল প্রাণ।। চাঁদ ঝলমলি ময়ূরের পাখা চূড়ায় উড়য়ে বায়। ঈষৎ হাসিয়া মোহন বাঁশরী মধুর মধুর বায়।। রসের ভরে অঙ্গ না ধরে কেলি-কদম্বের হেলা। কুলবতী সতী যুবতী জনার […] keyboard_arrow_right
  • চিকণ কালা গলায় মালা বাজন নুপূর পায়
    চিকণ কালা, গলায় মালা, বাজন নুপূর পায়। চূড়ার ফুলে, ভ্রমর বুলে, তেরছ নয়ানে চায়।। কালিন্দীর কূলে, কি পেখলুঁ সই, ছলিয়া নাগর কান। ঘর মু যাইতে, নারিলুঁ সই, আকুল করিল প্রাণ।। চাঁদ ঝলমলি, ময়ুর পাখা, চূড়ায় উড়য়ে বায়। ঈষৎ হাসিয়া, মোহন বাঁশী, মধুর মধুর বায়।। রসের ভরে, অঙ্গ না ধরে, কেলিকদম্বের হেলা। কুলবতী সতী, যুবতি জনার, […] keyboard_arrow_right
  • চিকুর-তরঙ্গক-ফেন পটলমিব
    চিকুর-তরঙ্গক- ফেন পটলমিব কুসুমং দধতী কামম্। নটদপসব্যদৃশ্য দিশতীব চ নর্ত্তিতুমতনুমবামম্।। রাধা মধুর-বিহারা। হরিমুপগচ্ছতি মন্থর-পদ-গতি- লঘু-লঘু-তরলিত-হারা।।ধ্রু।। শঙ্কিত-লজ্জিত- রস-ভর-চঞ্চল- মধুর-দৃগন্ত-লবেন। মধু-মথনং প্রতি সমুপহরন্তী কূবলয়-দাম রসেন।। গজপতি-রুদ্র- নরাধিপমধুনা- তন-মদনং মধুরেণ। রামানন্দ-রায় কবি-ভণিতং সুখয়তু রস-বিসরেণ।। keyboard_arrow_right
  • চির দিন না রহে কুসুমে মকরন্দ
    চির দিন না রহে কুসুমে মকরন্দ। পহরে না পাইয়ে দূতিয়াক চন্দ।। অহনিশি না রহে চন্দনরেহ। ঐছন জানিয়ে যৌবন এহ।। শুন শুন সুন্দরি কি বলিব আন। গত ধন লাগি না বঞ্চহ কান।।ধ্রু।। জগমাহা জানয়ে অছু ভাল মন্দ। হিংসক জন সঞে কভু নহে দন্দ।। যাচক বুঝি যো না করয়ে দান। ইথে বড় আছে কি ধনীন্ অবজান।। নিজ […] keyboard_arrow_right
  • চূড়াটি বাঁধিয়া উচ্চ কে দিলে ময়ূরপুচ্ছ
    চূড়াটি বাঁধিয়া উচ্চ কে দিলে ময়ূরপুচ্ছ ভালে রমণীমনলোভা। আকাশে চাহিতে কিবা ইন্দ্রের ধনুকখানি নব মেঘে করিয়াছে শোভা।। মল্লিকামালতীমালে গাঁথনি গাঁথিয়া ভালে কেবা দিল চূড়াটি বেড়িয়া। মনে হেন অনুমানি বহিতেছে সুরধুনী নীলগিরি-শিখর ঘেরিয়া।। কালার কপালে চাঁদ চন্দনের ঝিকিমিকি কেবা দিল ফাগুয়া রঞ্জিয়া। রজতের পত্রে কেবা কালিন্দী পূজিল গো জবাকুসুম তাহে দিয়া।। হিঙ্গুল গুলিয়া কালার অঙ্গে কে […] keyboard_arrow_right
  • চেতন পাইয়া গোরা রায়
    চেতন পাইয়া গোরা রায়। ভূমে পড়ি ইতি উতি চায়।। সমুখে স্বরূপ রাম রায়। দেখি পহুঁ করে হায় হায়।। কাঁহা মোর মুরলি বদন। এখনি পাইনু দরশন।। ওহে নাথ পরম করুণ। কৃপা করি দেহ দরশন।। এত বিলাপয়ে গোরাচাঁদে। দেখিয়া ভকতগণ কাঁদে।। বাসু ঘোষ কহে মোর গোরা। কৃষ্ণপ্রেমে হইল বিভোরা।। keyboard_arrow_right
  • চৌদিকে ভকতগণ হরি হরি বলে
    চৌদিকে ভকতগণ হরি হরি বলে। রঙ্গণ-মালতী-মালা দেই গোরা গলে।। কুঙ্কুম কস্তুরী আর সুগন্ধি চন্দন। গোরাচাঁদের অঙ্গে সব করয়ে লেপন।। রাঙ্গা-প্রান্ত পট্টবাস কোঁচার বলনি। ঝলমল করে কিয়ে অঙ্গের লাবণি।। চাঁচর চিকুরে চাঁপা মনোহর ঝুঁটা। উন্নত নাসিকা ঊর্দ্ধ্ব চন্দনের ফোঁটা।। আজানুলম্বিত ভুজ সরু পৈতা কান্ধে। মদন বেদন পাঞা ঝুরি ঝুরি কান্দে।। দেবকীনন্দন বলে সহচর সনে। দেখ সভে […] keyboard_arrow_right
  • ছার দেশে বাস হইল নাহি দোসর জনা
    ছার দেশে বাস হইল নাহি দোসর জনা। মরমের মরমী বিনে না জানে বেদনা।। চিত উচাটন করে মন রুনু ঝুনু। ননদী-বচনে পাঁজরে বিঁধে ঘুণ।। জ্বালার উপরে জ্বালা সহিতে না পারি। বঁধু মোরে বিমুখ ননদী হৈল বৈরী।। গুরুজন-কুবচনে শেলের যে ঘায়। কলঙ্কে ভরিল দেশ কি করি উপায়।। বাশুলী আদেশে দ্বিজ চণ্ডীদাস-গীত। আপনা আপনি চিত করহ সম্বিত ।। keyboard_arrow_right
  • ছার দেশে বসতি নাহি দোসর জনা
    ছার দেশে বসতি নাহি দোসর জনা। মরমের মরমী নৈলে না জানে বেদনা।। চিত উচাটন করে মন ঝণু ঝুণু। ননদীর বচনে পাঁজরে বিঁধে মনু।। জ্বালার উপরে জ্বালা সহিতে না পারি। বঁধু মোর বিমুখ হৈল ননদিনী বৈরী।। গুরুজন কুবচন সদা শেলের যায়। কলঙ্কে ভরিল দেশকি হবে উপায়।। বাশুলী কহায় বলে চণ্ডীদাস গীত। আপনার চিত ধনি করহ সম্বিত।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ