• পরম মধুর মৃদু মুরলি বোলায়ত
    পরম মধুর মৃদু মুরলি বোলায়ত অধর সুধাধরে ধরিয়া। ধ্বনি শুনি ধরণি ধরল কুলকামিনি চোঙক পড়ল জগ ভরিয়া।। নীপ নিকটে নব রঙ্গিয়া। পদের উপরে পদ তরুমলে শ্যামচাঁদ লীলাললিত তিরভঙ্গিয়া।ধ্রু।। পঞ্চানন চতু- রানন নারদ ধ্বনি শুনি সুরপতি ধন্দে। ফল ফুলে মগন সকল বৃন্দাবন তরু সঞে ঝরে মকরন্দে।। শুনিয়া বংশীর গান মুনিজন ভুলে ধ্যান যোগীন্দ্র মুনীন্দ্র মুরুছায়। রায়শেখর […] keyboard_arrow_right
  • পরের অধীনী ঘুচিবে কখনি
    পরের অধীনী ঘুচিবে কখনি এমতি করিবে ধাতা। গোকুল-নগরে প্রতি ঘরে ঘরে না শুনি পীরিতি-কথা।। সই, যে বল সে বল মোরে। শপথি করিয়া বলি দাঁড়াইয়া না রব এ পাপ ঘরে।। গুরুর গঞ্জন মেঘের গর্জ্জন কত না সহিবে প্রাণে। ঘর তেয়াগিয়া যাইব চলিয়া রহিব গহন বনে।। বনে যে থাকিব শুনিতে না পাব এ পাপ-জনার কথা। গঞ্জনা ঘুচিবে […] keyboard_arrow_right
  • পরের অধীনী ঘুচিবে কখনি
    পরের অধীনী ঘুচিবে কখনি এমতি করিবে ধাতা। গোকুল নগরে প্রতি ঘরে ঘরে না শুনি পীরিতি-কথা।। সই, যে বল সে বল মোরে। শপথি করিয়া বলি দাঁড়াইয়া না রব এ পাপ-ঘরে।। গুরুর গঞ্জন মেঘের গর্জ্জন কত বা সহিব প্রাণে। ঘর যে তেজিয়া যাইব চলিয়া রহিব গহনবনে।। বনে যে থাকিব শুনিতে না পাব এ পাপ জনার কথা। গঞ্জনা […] keyboard_arrow_right
  • পহুঁ মোর গৌরাঙ্গ সুন্দর রায়
    পহুঁ মোর গৌরাঙ্গ সুন্দর রায়। শিব শুক বিরিঞ্চি যাহার গুণ গায়।। কমলা যাহার ভাবে সদাই আকুলি। সো পহুঁ বলিয়া হরি কান্দে বাহু তুলি।। পূরব নিগূঢ় প্রেমে পুলকিত অঙ্গ। রামচন্দ্র কহে কে না বুঝে ও না রঙ্গ।। keyboard_arrow_right
  • পহু মোর নিত্যানন্দ রায়
    পহু মোর নিত্যানন্দ রায়। মথিয়া সকল তন্ত্র হরি-নাম মহামন্ত্র করে ধরি জীবেরে বুঝায়।।ধ্রু।। চৈতন্য-অগ্রজ নাম ত্রিভুবন-অনুপাম সুরধুনী-তীরে করি থানা। হাট করি পরবন্ধ রাজা হৈলা নিত্যানন্দ পাষণ্ডী-দলন বীর-বানা।। রামাই সুপাত্র হৈলা রাজ-আজ্ঞা চালাইলা কোতোয়াল হৈলা হরিদাস। কৃষ্ণদাস হৈলা দাড়্যা কেহো যাইতে নারে ভাঁড়্যা লিখন পড়ন শ্রীনিবাস।। পসরিয়া বিশ্বম্ভর আর প্রিয় গদাধর আচার্য্য-চত্বরে বিকিকিনি। গৌরীদাস হাসি হাসি […] keyboard_arrow_right
  • পাল জড় কর শ্রীদাম সান সেও শিঙ্গায়
    পাল জড় কর শ্রীদাম সান সেও শিঙ্গায়। সঘনে বিষম খাই নাম করে মায়।। আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া। হেন বুঝি কান্দে মায় পথ পানে চাইয়া।। বেলি অবসান হৈল চল যাই ঘরে। মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি করে।। বলরাম দাস কহে শুনি কানাইর বোল। সকল রাখাল মাঝে পড়ে উতরোল।। keyboard_arrow_right
  • পাষাণ নিশান তোমার পীরিতি
    পাষাণ নিশান তোমার পীরিতি ইথে কি করহ আন। তোমার বচন ছাড়িব কেমনে এ নব নাগরী প্রাণ।। তুমি জল হরি আমরা শকরী তুমি চাঁদ মোরা সুধা। তুমি তরুবর মোরা তাহে ফল তাহাতে আছিয়ে বাঁধা।। তুমি নবঘন আমরা চাতক শুনিব তাহার রসে। তুমি বিধুবর আমরা চকোর সুধার লালস-রসে।। তুমি কারা যদি আমরা ত্রিবলী বেড়িয়া রহিব তাথে। তুমি […] keyboard_arrow_right
  • পাষাণ-নিশান তোমার পীরিতি
    “পাষাণ-নিশান তোমার পীরিতি ইথে কি করহ আন। তোমার বচন ছাড়িব কেমনে এ নব নাগরী-প্রাণ।। তুমি জলহরি আমার শফরী তুমি চাঁদ মোরা সুধা। তুমি তরুবর মোরা তাহে ফল তাহাতে আছিয়ে বাঁধা।। তুমি নব ঘন আমরা চাতক শুষিব তাহার রসে। তুমি বিধুবর আমরা চকোর সুধার লালস-রসে।। তুমি কায়া যদি আমরা ত্রিবলী বেড়িয়া রহিব তাথে। তুমি সে নয়ন […] keyboard_arrow_right
  • পিরীতি বলিয়া এ তিন আখর
    পিরীতি বলিয়া এ তিন আখর এ তিন ভুবন সার। এই মোর মনে হয় রাতি দিনে ইহা বই নাহি আর।। বিহি একচিতে ভাবিতে ভাবিতে নিরমাণ কৈল পি। রসের সাগর মন্থন করিতে তাহে উপজিল রী।। পুনঃ যে মথিয়া অমিয়া হইল তাহে ভিয়াইল তি। সকল সুখের এ তিন আখর তুলনা দিব যে কি।। যাহার মরমে পশিল যতনে এ […] keyboard_arrow_right
  • পিরীতি সুখের দেখিয়া সায়ের
    পিরীতি সুখের দেখিয়া সায়ের নাহিতে নাম্বিলুঁ তায়। নাহিয়া উঠিতে ফিরিয়া চাহিতে লাগিল দুখের বায়।। দেখিতে সুন্দর প্রেম সরোবর সুখময় তার জল। দুখের মকর ফিরে নিরন্তর প্রাণ করে টলমল।। ঘরে গুরু জ্বালা জলের শিহালা পড়সী জিয়ল মাছে। কুল পানিফল কাঁটা যে সকল সলিল বেড়িয়া আছে।। কলঙ্ক পানায় সদা লাগে গায় ছানিয়া খাইলুঁ যদি। অন্তর বাহিরে কুটু […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ