পাষাণ নিশান তোমার পীরিতি
ইথে কি করহ আন।
তোমার বচন ছাড়িব কেমনে
এ নব নাগরী প্রাণ।।
তুমি জল হরি আমরা শকরী
তুমি চাঁদ মোরা সুধা।
তুমি তরুবর মোরা তাহে ফল
তাহাতে আছিয়ে বাঁধা।।
তুমি নবঘন আমরা চাতক
শুনিব তাহার রসে।
তুমি বিধুবর আমরা চকোর
সুধার লালস-রসে।।
তুমি কারা যদি আমরা ত্রিবলী
বেড়িয়া রহিব তাথে।
তুমি সে নয়ন মোরা কানঘন
বেড়িয়া রহিব নাথে।।
তুমি দিবাকর আমরা কিরণ
কভু না ছাড়িব তোরে।
তুমি চন্দ্র যদি আমরা সুধায়ে
রহিব আনন্দ হেরে।।
তুমি জলনিধি দরিয়া অথাই
আমরা ইহার মীন।
তুমি যদি বট ষট্‌পদ হও
আমরা পাখাহ চিহ্ন।।
তুমি যদি হও মনমথ দেবা
আমরা হইব কাম।
এ রস বিরহ ব্রজশিশু লাগি
দ্বিজ চণ্ডীদাস গান।।