বেনাঞা চাঁচর চুল তাহাতে সুগন্ধ ফুল সনার ঝাঁপা দুলে চারূপাসে। ভালে সে তিলকাবলি নব গোরচনা ভালি মাএর মনেতে ভালবাসে।। দসন মুকুতা-পাতি কি তার কহিব জুতি অধর বান্দুলি-সমতুল। নাসা যেন কির-সম সুকের হইছে ভ্রম ফল বলি করয়ে আকুল।। নয়নজুগল-কনে কাজল সাজল মেনে নাসাএ মুকুতা হুল দুটি। বাহুতে বলয়া সাজে রবি লুকাইছে লাজে, করে সোভে সনার বাহুটি।। […]
keyboard_arrow_right