বিরহ-কাতরা বিনোদিনী রাই
পরাণে বাঁচে না বাঁচে।
নিদান দেখিয়া আসিনু হেথায়
কহিনু তোহারি কাছে।।
যদি দেখিবে তোমার প্যারী।
চল এই ক্ষণে রাধার শপথ
আর না করিহ দেরি।।
কালিন্দী পুলিনে কমলের শেষে
রাখিয়ে রাইএর দেহ।
কোন সখী অঙ্গে লিখে শ্যাম-নাম
নিশ্বাস হেরয়ে কেহ।।
কেহ কহে তোর বন্ধুয়া আসিল
সে কথা শুনিয়া কাণে।
মেলিয়া নয়ন চৌদিশ নেহারে
দেখিয়া না সহে প্রাণে।।
যখন হইনু যমুনা পার
দেখিনু সখীরা মেলি।
যমুনার জলে রাখে অন্তর্জলে
রাই-দেহ হরি বলি।।
দেখিতে যদ্যপি সাধ থাকে তব
ঝাট্‌ চল ব্রজে যাই।
বলে চণ্ডীদাসে বিলম্ব হইলে
আর না দেখিবে রাই।।