রসের ভরে অঙ্গ না ধরে হেলিয়া পড়িছে বায়। অঙ্গ মোড়া দিয়া ত্রিভঙ্গ হইয়া ফিরিয়া ফিরিয়া চায়।। রসিয়া-নাগর হেরিয়া মরিলুঁ কি শেল বাজিল মোরে। গুরু পরিজন লাগে উচাটন তারে সে পরাণ ঝুরে।। আঁখির ঠারে বুক বিদারে ও বড় বিষম বাণ। কুলবতী সতী পাপিনী যুবতী রাখুক কুলের মান।। হিয়া জরজর পরাণ ফাঁফর দারুণ মুরলী-স্বরে। ফুটিল হরিণী লোটায় […]
keyboard_arrow_right