• যাহার সহিত যাহার পীরিতি
    যাহার সহিত যাহার পীরিতি সেই সে মরম জানে। লোকচরচায় ফিরিয়া না চাই সদাই অন্তরে টানে।। গৃহকর্ম্মে থাকি সদাই চমকি গুমরে গুমরে মরি। নাহি হেন জন করে নিবারণ যেমত চোরের নারী।। ঘরে গুরুজনা গঞ্জয়ে নানা তাহা বা কহিব কি। মরণ সমান করে অপমান বন্ধুর কারণ সে।। কাহারে কহিব কেবা নিবারিবে কে জানে মরম-দুখ। চণ্ডীদাস কহে করহ […] keyboard_arrow_right
  • যে কালে রচনা পুরান করিল
    “যে কালে রচনা পুরান করিল ব্যাস মুনিবর তায় । সেই কৃষ্ণদেহ পুরাণ বর্ণিলা কলপতরুর প্রায়।। কল্পতরু করি কৃষ্ণেরে রচিল করিলা অনেক শাখা। সেই কল্পতরু রচিলা পুরাণ অপূর্ব্ব দিছেন দেখা।। শাখা তরুবর যদি বা বর্ণিলা তাহাতে ধরিল ফল। সে ফল খাইতে কেহঁ ন রচিলা ভাবি ব্যাস মুণিবর।। তথির কারণ দশম করিল যত পুরাণের সার। সে ফল […] keyboard_arrow_right
  • যে জন তুয়া সঞে অঙ্গ সঙ্গহি
    যে জন তুয়া সঞে অঙ্গ সঙ্গহি শয়নে সপনহি ভোর। চমকি উঠি ঘন কাঁপি মুরুছল আধ নাম লেই তোর।। মানিনি সো কি হিয়া নাহি জাগ। কতহুঁ সকরুণে তাহে বোধলি অবহুঁ ঐছে বিরাগ।। সে তনু সুন্দর ধূলি-ধূসর সে মুখ নিরসল ভেল। সে দুহুঁ লোচনে নীর নিকসই এ দুখ কোনহি দেল।। হরিকি রিতি-নতি বিরহে জীবতি তেজি ওদন পান। […] keyboard_arrow_right
  • যে দিন হইতে তোমার সহিতে
    যে দিন হইতে তোমার সহিতে পহিলে হয়েছে দেখা। সে সব বচন রয়েছে ঘোষণ যেমত শেলেরই রেখা।। শপথি করিয়া পীরিতি করিলে তাহা বা রাখিলে কৈ। কে আছে ব্যথিত কাহারে কহিব যে দুখে আমরা রই।। আপনি বলিলে আপনি কহিলে আবার এমত কর। আমার হইলে মরিয়া যাইতাম পুরুষ বলিয়া সার।। একটি বচন করি নিবেদন শুন হে নাগর রায়। […] keyboard_arrow_right
  • যে পদ যোগীরা জপে নিরন্তর
    “যে পদ যোগীরা সজপে নিরন্তর অনন্ত না জানে রীতি। মুনি অগোচর যে সুখ সম্পদ তাহা না পাইল ইতি।। আর কি ইহাকে আছে কত ধন বিকাল পশরা মোর।। ও রাঙ্গা চরণে দধি দুগ্ধ যত বিকাইল সব মোর।। কামনার ফল এই নীপ মূলে সফল হইল বিকি। আমার করমে এই সে সকলি তোরা যাহ যত সখী।।” গদ গদ […] keyboard_arrow_right
  • যে পদ যোগীরা জপে নিরন্তর
    “যে পদ যোগীরা জপে নিরন্তর অনন্ত না জানে রীতি। মুনি-অগোচর যে সুখ-সম্পদ তাহা না পাইল ইতি।। আর কি ইহাকে আছে কত ধন বিকাল পশরা মোর । ও রাঙ্গা চরণে দধি-দুগ্ধ যত বিকাইল সব মোর।। কামনার ফল এই নীপ-মূলে সকল হইল বিকি। আমার করমে এই সে সকলি তোরা যাহ যত সখী।।” গদ্‌গদ বাণী কহে বিনোদিনী নয়নে […] keyboard_arrow_right
  • যেদিন হইতে তোমার সহিতে
    যেদিন হইতে তোমার সহিতে পহিলে হয়েছে দেখা। সে সব বচন রয়েছে ঘোষণ যেমত শেলেরই রেখা।। শপথি করিয়া পীরিতি করিলে তাহা বা রাখিলে কই। কে আছে ব্যথিত কাহারে কহিব যে দুখে আমরা রই।। আপনি বলিলে আপনি কহিলে আবার এমত কর। আমরা হইলে মরিয়া যাইতাম পুরুষ বলিয়া সার।। একটি বচন করি নিবেদন শুনহে নাগর রায়। সে দিন […] keyboard_arrow_right
  • যো মুখ জিতল কমল অতি নিরমল
    যো মুখ জিতল কমল অতি নিরমল সো অব হেরিয়ে মৈলান। যো বর অধর বিম্বুফল নিন্দন তছু রাগ হেরি আন ভান।। গৌরাঙ্গ দেখিতে ফাটে প্রাণ। বিরহক তাপে লুঠত সতত মহি নিরবধি ঝরয়ে নয়ান।। কাঞ্চন বরণ মলিন হেন হেরইতে মঝু হিয়া বিদরিয়া যায়। কহ সোই যুগতি যাহে পুন গৌরক বিরহক তাপ পলায়।। ঐছন ভাতি ভকতগণ অনুভবি করতহি […] keyboard_arrow_right
  • রমণীমোহন রমণী মোহিতে
    রমণীমোহন রমণী মোহিতে সে দিনে করল বেশ। চূড়ার টালনি কি বা সে বাঁধনি বিচিত্র সুচারু কেশ।। মণি হেমমালে বেড়িয়া দুধারে তাহাতে মুকুতা-মাল। প্রবাল গাথিয়া তাহে ধরি দিয়া দেখ না শোভিছে ভাল।। নব নব ফুলে মল্লিকার মালে ভ্রমর ধাওল কোটী। পরিমল আশে উড়ি বৈসে তাহে কিবা তাহে পরিপাটী।। দুকাণে শোভিত কদম্বের ফুল কি শোভা কহিব তায়। […] keyboard_arrow_right
  • রসের ভরে অঙ্গ না ধরে
    রসের ভরে অঙ্গ না ধরে হেলিয়া পড়িছে বায়। অঙ্গ মোড়া দিয়া ত্রিভঙ্গ হইয়া ফিরিয়া ফিরিয়া চায়।। রসিয়া-নাগর হেরিয়া মরিলুঁ কি শেল বাজিল মোরে। গুরু পরিজন লাগে উচাটন তারে সে পরাণ ঝুরে।। আঁখির ঠারে বুক বিদারে ও বড় বিষম বাণ। কুলবতী সতী পাপিনী যুবতী রাখুক কুলের মান।। হিয়া জরজর পরাণ ফাঁফর দারুণ মুরলী-স্বরে। ফুটিল হরিণী লোটায় […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ