• শুষ্ক হিয়া জীবের দেখিয়া গৌরহরি
    শুষ্ক হিয়া জীবের দেখিয়া গৌরহরি। আচণ্ডালে দিলা নাম বিতরি বিতরি।। অফুরন্ত নাম প্রেম ক্রমে বাড়ি যায়। কলসে কলসে সেঁচে তবু না ফুরায়।। নামে প্রেমে তরি গেল যত জীব ছিল। পড়ুয়া নাস্তিক আদি পড়িয়া রহিল।। শাস্ত্রমদে মত্ত হৈয়া নাম না লইল। অবতারসার তারা স্বীকার না কৈল।। দেখিয়া দয়াল প্রভু করেন ক্রন্দন। তাদেরে তরাইতে তার হইল মনন।। […] keyboard_arrow_right
  • শ্যাম নাগর মনোহর রস গাগরি গোরি
    শ্যাম নাগর মনোহর রস গাগরি গোরি। নবজলধর জনু উজোর কত থির বিজুরি।। ফাগুয়া খেলত কাননে বর রসিক মুরারি। সঙ্গে অনঙ্গ-রঙ্গিনি নব রঙ্গিনি নারি।। কানুক হৃদয় হার হরি পুন রতিরসে ভোর। উচ কুচ কঞ্চুক লুঞ্চয়ে পুন হাসি দেই কোর গোবিন্দদাস পহু রসিক মুরারি। কত কত লীলা করত বিথারি।। keyboard_arrow_right
  • শ্যামের জলদ রূপ হেরি হেরি
    শ্যামের জলদ রূপ হেরি হেরি জগদ গগনে যত। লাজে লুকাইয়া রহল সকল রহল শত হি শত।। এখন আনন্দে বিকশিত হউ আর কি তাহার ভয়ে। বাহুর গঠন দেখিয়া তখন করী গেল অতিশয়ে ।। এবে যত জনে করুক সঘনে আপন আপন কেলি। হরি নিদারুণ হয়ে নিকরুণ মোহে নিদারুণ ভেলি।। আর না হেরিব আর না শুনিব সে নব […] keyboard_arrow_right
  • শ্যামের জলদ রূপ হেরি হেরি
    শ্যামের জলদ রূপ হেরি হেরি জলদ গগনে যত। লাজে লুকাইয়া রহল সকল রহল শত হি শত।। এখন আনন্দে বিকশিত হউ আর কি তাহার ভয়ে। বাহুর গঠন দেখিয়া তখন করি গেল অতিশয়ে।। এবে যত জনে করুক সঘনে আপন আপন কেলি। হরি নিদারুণ হয়ে নিকরুণ মোহে নিদারুণ ভেলি।। আর না হেরিব আর না শুনিব সে নব মধুর […] keyboard_arrow_right
  • শ্যামের পীরিতি হইল মিরিতি
    শ্যামের পীরিতি হইল মিরিতি তবে কি পরাণ-ফলে। পীরিতি পরাণ করিলে সমান কে তারে জীয়ন্ত বলে।। যদি হাম শ্যাম বঁধু লাগি পাঙ তবে সে এ দুখ টুটে। আন মত শুনি মনের আগুনি ঝলকে ঝলকে উঠে।। পরাণ-রতন পীরিতি-পরশ জুখিলুঁ হৃদয়-তুলে। পীরিতি পরশ দ্বিগুণ হইল পরাণ উঠিল চুলে।। জাতি কুল বলি দিলুঁ তিলাঞ্জলি আর সতী-চরচাতে। তনু ধন জন […] keyboard_arrow_right
  • শ্যামের পীরিতি মূরতি হইলে
    শ্যামের পীরিতি মূরতি হইলে তবে কি পরাণ ফলে। পরাণ পীরিতি সমান করিলে কে তারে জীয়ন্ত বলে।। যদি হাম শ্যাম বঁধু লাগি পাউ তবে সে এ দুখ টুটে। আন উপায় শুনি মনের আগুনি ঝলকে ঝলকে উঠে।। পরাণ রতন পীরিতি পরশ জুকিনু হৃদয় ভুলে। পীরিতি রতন অধিক হইল পরাণ উঠিল চুলে।। জাতি কুল বলি দিয়ে তিলাঞ্জলি কি […] keyboard_arrow_right
  • শ্রমজলে ঢর ঢর দুহুঁক কলেবর
    শ্রমজলে ঢর ঢর দুহুঁক কলেবর ভীগল অরুণিম বাস। রতন বেদী পর বৈঠল দুহুঁ জন খরতর বহই নিশ্বাস।। আনন্দ কহই না যায়। চামর করে কোই বীজন বীজই কোই বারি লেই যায়।।ধ্রু।। চরণ পাখালই তাম্বুল যোগায়ই কোই মোছায়ই ঘাম। ঐছন দুহুঁ তনু শিতল কয়ল জনু কুবলয় চম্পক দাম।। আর সহচরিগণে বহুবিধ সেবনে শ্রমজল কয়লহিঁ দূর। আনন্দ সায়রে […] keyboard_arrow_right
  • শ্রীকৃষ্ণভজন লাগি সংসারে আইলুঁ
    শ্রীকৃষ্ণভজন লাগি সংসারে আইলুঁ। মায়াজালে বন্দী হৈয়া বৃক্ষসম হৈলুঁ ।। স্নেহলতা বেঢ়ি বেঢ়ি তনু কৈল শেষ। কিড়ারূপে নারী তাহে হৃদয়ে প্রবেশ।। ফলরূপী পুত্র কন্যা ডাল ভাঙ্গি পড়ে। মাতাপিতাবিহঙ্গ উপরে বাসা করে।। বাড়িতে না পাইল গাছ শুকাইয়া গেল। সংসার দাবানল তাহাতে লাগিল।। এগুয়াও এগুয়াও মোর বৈষ্ণব গোসাঞি। করুণার জলে সিঞ্চ তবে রক্ষা পাই।। দুরাশা দুর্ব্বাসনা দুই […] keyboard_arrow_right
  • শ্রীদাম সুদামে ডাকি কহয়ে কানাই
    শ্রীদাম সুদামে ডাকি কহয়ে কানাই। যাজ্ঞিক নিকটে চাহি অন্ন আন যাই।। কহ গিয়া যাজ্ঞিক ব্রাহ্মণগণ আগে। রামকৃষ্ণ ক্ষুধায় তোমারে অন্ন মাগে।। শুনিয়া শ্রীদাম গিয়া মুনি বরাবর। রামকৃষ্ণ অন্ন চাহে কি কহ উত্তর।। মুনি কহে কোন রামকৃষ্ণ কহ শুনি। বলে ব্রজরাজসুত পরিচয় জানি।। অরুণনয়নে মুনি সক্রোধ বচন। যজ্ঞঅগ্রভাগ চাহে গোপের নন্দন।। দেবতারে অন্ন নাহি করি সমর্পণে। […] keyboard_arrow_right
  • সই কাহারে করিব রোষ
    সই কাহারে করিব রোষ। না জানি না দেখি সরল হইলুঁ সে পুনি আপন দোষ।।ধ্রু।। বাতাস বুঝিয়া পেলাই থু পা বাঢ়াই বুঝি থেহ। মানুষ বুঝিয়া কথা যে কহিয়ে রসিক বুঝিয়া নেহ।। মড়ক বুঝিয়া ধরিয়ে ডাল ছায়ায় বুঝিয়া মাথা। গাহক বুঝিয়া গুণ প্রকাশিয়ে বেথিত বুঝিয়া বেথা।। অবিচারে সই করিলুঁ পিরীতি কেন কৈলুঁ হেন কাজে। প্রেমদাস কহে ধীর […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ