সই কাহারে করিব রোষ।
না জানি না দেখি সরল হইলুঁ
সে পুনি আপন দোষ।।ধ্রু।।
বাতাস বুঝিয়া পেলাই থু
পা বাঢ়াই বুঝি থেহ।
মানুষ বুঝিয়া কথা যে কহিয়ে
রসিক বুঝিয়া নেহ।।
মড়ক বুঝিয়া ধরিয়ে ডাল
ছায়ায় বুঝিয়া মাথা।
গাহক বুঝিয়া গুণ প্রকাশিয়ে
বেথিত বুঝিয়া বেথা।।
অবিচারে সই করিলুঁ পিরীতি
কেন কৈলুঁ হেন কাজে।
প্রেমদাস কহে ধীর হ সুন্দরি
কহিলে পাইবা লাজে।।