• সই কি না সে বন্ধুর প্রেম
    সই কি না সে বন্ধুর প্রেম। আঁখি পালটিতে নহে পরতীত যেন দরিদ্রের হেম।। হিয়ায় হিয়ায় লাগিব লাগিয়া চন্দন না মাখে অঙ্গে। গায়ের ছায়া বায়ের দোসর সদাই ফিরয়ে সঙ্গে।। তিলে কত বেরি মুখানি হেরয়ে আঁচরে মোছায়ে ঘাম। কোরে রাখি কত দূর হেন মানে তেঞি সদা লয়ে নাম।। জাগিতে ঘুমাতে আন নাহি চিতে রসের পসার কাচে। জ্ঞানদাস […] keyboard_arrow_right
  • সই পীরিতি আঁখর তিন
    সই, পীরিতি আঁখর তিন। জনম অবধি ভাবি নিরবধি না জানি রাতি কি দিন।। পীরিতি পীরিতি সব জন কহে পীরিতি কেমন রীত। রসের পীরিতি বরসের স্বরূপ কে না করে পরতীত।। সই, কি আর কুল-বিচারে। শ্যাম বঁধু বিনে তিলেক না জীব কি মোর সোদর পরে।। পীরিতি মন্তর জপি নিরন্তর নাহিক তাহার মূল। বঁধুর পীরিতে আপনা বেচিনু নিছিয়া […] keyboard_arrow_right
  • সই বড়ই প্রমাদ দেখি
    সই, বড়ই প্রমাদ দেখি। কানুর সনে পীরিতি করিয়া নিরবধি ঝুরে আঁখি।। কাহারে কহিব মনের আগুন জ্বলিয়া জ্বলিয়া উঠে। যেমন কুঞ্জর বাউল হইলে অঙ্কুশ ভাঙ্গিয়া ছুটে।। কিসে নিবারিব নিবারিতে নারি বিষম হইল লেঠা। হেন মনে করি উচ্চৈঃস্বরে কাঁদি তাহে গুরুজন কাঁটা।। যাইয়া নিভৃতে বসি এক ভিতে সদা ভাবি কালা কানু। বিরলে বসিয়া ঝুরিতে ঝুরিতে কবে হারাইব […] keyboard_arrow_right
  • সই মরম কহিয়ে তোকে
    সই, মরম কহিয়ে তোকে। পীরিতি বলিয়া এ তিন আঁখর কভু না আনিব মুখে।। পীরিতি-মূরতি কভু না হেরিব এ দুটি নয়ান-কোণে। পীরিতি বলিয়া নাম শুনাইতে মুদিয়া রহিব কাণে।। পীরিতি নগরে বসতি ত্যজিয়া থাকিব গহনবনে। পীরিতি বলিয়া এ তিন আঁখর যেন না পড়য়ে মনে।। পীরিতি-পাবক পরশ করিয়া পুড়িছি এ নিশি দিবা। পীরিতি বিচ্ছেদ সহনে না যায় কহে […] keyboard_arrow_right
  • সই রহিতে নারিনু ঘরে
    সই, রহিতে নারিনু ঘরে। নিরবধি বলে কানু-কলঙ্কিনী এ কথা কহিব কারে।। ঘরে গুরুজনে যত আছে মনে কালার কলঙ্ক সারা। বিরলে বসিয়া সেখানে বসিয়া নয়নে গলয়ে ধারা।। কি করিব বল ইহার উপায় শুন গো মরম-সখি। এ পাপ-পরাণ সদাই চঞ্চল ঘরে স্থির নাহি থাকি।। বিষ ভেল গৃহ ভোজন না রুচে ঘুম নাহিক হয়। শ্যাম-পরসঙ্গ বিনে নাহি ভায় […] keyboard_arrow_right
  • সই, পীরিতি আখর তিন
    সই, পীরিতি আখর তিন। জনম অবধি ভাবি নিরবধি না জানি রাতি কি দিন।।ধ্রু পীরিতি পীরিতি সব জন কহে পীরিতি কেমন রীত। রসের স্বরূপ পীরিতি মূরতি কেবা করে পরতীত।। সই, কি আর কুল-বিচারে। শ্যাম বঁধু বিনে তিলেক না জীব কি মোর সোদর পরে।। পীরিতি মন্তর জপে যেই জন নাহিক তাহার মূল। বঁধুর পীরিতে আপনা বেচিলুঁ নিছি […] keyboard_arrow_right
  • সই, বড় পরমাদ দেখি
    সই, বড় পরমাদ দেখি। কালা কানু সনে পীরিতি করিয়া নিরবধি ঝুরে আঁখি।। কাহারে কহিব মনের আগুন জ্বলিয়া জ্বলিয়া উঠে। যেমন কুঞ্জর বাউল হইলে অঙ্কুশ ভাঙ্গিয়া ছুটে।। কিসে নিবারিব নিবারিতে নারি বিষম হইল লেঠা। হেন মনে করি উচ্চৈঃস্বরে কাঁদি তাহে গুরুজন কাঁটা।। যাইয়া নিভৃতে বসি এক ভিতে সদা ভাবি কালা কানু। বিরলে বসিয়া ঝুরিতে ঝুরিতে কবে […] keyboard_arrow_right
  • সই, মরম কহিয়ে তোকে
    সই, মরম কহিয়ে তোকে। পীরিতি বলিয়া এ তিন আঁখর কভু না আনিব মুখে।। পীরিতি-মূরতি কভু না হেরিব এ দুটী নয়ান-কোণে । পীরিতির কথা আর না বলিব মুদিয়া রহিব কাণে ।। পীরিতি-নগরে বসতি ত্যজিয়া থাকিব গহনবনে। পীরিতি বলিয়া এ তিন আঁখর যেন না পড়য়ে মনে।। পীরিতি-পাবক পরশ করিয়া পুড়িছি এ নিশি দিবা। পীরিতি-বিচ্ছেদ সহনে না যায় […] keyboard_arrow_right
  • সই, রহিতে নারিলু ঘরে
    সই, রহিতে নারিলু ঘরে। নিরবধি বলে কালা কলঙ্কিনী এ কথা কহিব কারে। ঘরে গুরুজনে বলে কুবচনে কালার কলঙ্ক সারা। বিরলে যাইয়া সেখানে বসিয়া নয়নে গলয়ে ধারা।। কি করিব বল ইহার উপায় শুন গো মরম সখি। এ পাপ-পরাণ সদাই চঞ্চল ঘরে স্থির নাহি থাকি।। বিষ ভৈল গৃহ ভোজন না রুচে ঘুম সে নাহিক হয়। শ্যাম-পরসঙ্গ বিনে […] keyboard_arrow_right
  • সকলি আমার দোষ হে বন্ধু
    সকলি আমার দোষ হে বন্ধু সকলি আমার দোষ। না জানিয়া যদি করেছি পীরিতি কাহারে করিব রোষ।। সুধার সমুদ্র সমুখে দেখিয়া খাইলুঁ আপন সুখে। কে জানে খাইলে গরল হইবে পাইব এতেক দুখে।। সো যদি জানিতাম অলপ ইঙ্গিতে তবে কি এমন করি। জাতি কুল শীল মজিল সকল ঝুরিয়া ঝুরিয়া মরি। অনেক আশার ভরসা মরুক দেখিতে করয়ে সাধ। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ