সই কি না সে বন্ধুর প্রেম।
আঁখি পালটিতে নহে পরতীত
যেন দরিদ্রের হেম।।
হিয়ায় হিয়ায় লাগিব লাগিয়া
চন্দন না মাখে অঙ্গে।
গায়ের ছায়া বায়ের দোসর
সদাই ফিরয়ে সঙ্গে।।
তিলে কত বেরি মুখানি হেরয়ে
আঁচরে মোছায়ে ঘাম।
কোরে রাখি কত দূর হেন মানে
তেঞি সদা লয়ে নাম।।
জাগিতে ঘুমাতে আন নাহি চিতে
রসের পসার কাচে।
জ্ঞানদাস কহে এমন পিরিতি
আর কি জগতে আছে।।