যমুনাক তীর সমীর ইহ মৃদু
অলি-পিকু-পঞ্চম গানে।
দুহুঁ রসে ভোর ওর নাহি পাওব
বিলসিব নটন বিধানে।
কবে হেন কৃপা হবে তোর।
সো রস-বৈভব রাস মহোৎসব
দরশন হোয়ব মোর।।ধ্রু।।
সহচরি সঙ্গে রঙ্গে করি মণ্ডলি
যবহুঁ নাচায়বি শ্যাম।
তব সখি-ইঙ্গিতে তন্ত্র সঙারিয়া
যন্ত্র দেয়ব তুয়া ঠাম।।
হেন কিয়ে হোয়ব সংহতি গায়ব
হরিষহি হেরবি মোয়।
হাম তব অমিয়া-সরোবরে ডুবব
শুনব মধুর সব সোয়।।
নাচব নটবর- শেখর নাগর
গায়বি দুহুঁ সখি সঙ্গে।
তুহুঁ নাচবি যব নাগর গাওব
কত কত রাগ তরঙ্গে।।
ঐছন অনুদিন শ্রীবৃন্দাবনে
বিলাসবি রাস-বিলাস।
ইহ দুরভগ জন সো কিয়ে দরশন
পাওব বৈষ্ণবদাস।।