গৌরঙ্গচাঁদের প্রিয় পরিকর দ্বিজ হরিদাস নাম। কীর্ত্তন-বিলাসী প্রেম-সুখরাশি যুগল রসের ধাম।। তাহার নন্দন প্রভু দুই জন শ্রীদাস গোকুলানন্দ। প্রেমের মুরতি যুগল-পিরীতি আরতি-রসের কন্দ।। গোরা গুণময় সদয় হৃদয় প্রেমময় শ্রীনিবাস। আচার্য্য ঠাকুর খেয়াতি যাহার দোঁহে রহে তার পাশ।। পিতৃ-অনুমতি জানিয়া এ দোঁহে হইলা তাহার শাখা। শাখা গণনাতে প্রভুর সহিতে অভেদ করিয়া লেখা।। গৌরাঙ্গচাঁদের প্রিয় অনুচর জয় […]
keyboard_arrow_right