জয় জয় শ্রীশ্রী- নিবাস নরোত্তম
রামচন্দ্র কবিরাজ।
জয় জয় শ্রীগতি- গোবিন্দ রসময়
জয় তছু ভকত-সমাজ।।
জয় কবিরাজ- রাজ রস-সায়র
শ্রীযুত গোবিন্দদাস।
ঐছন কথিহুঁ না হেরিয়ে ত্রিভুবনে
প্রেম-মুরতি পরকাশ।।
যাকর গীতে সুধারস বরিখয়ে
কবিগণ চমকয়ে চীত।
শুনইতে গর্ব্ব খর্ব্ব তব হোয়ত
ঐছন রসময় গীত।।
জয় জয় যুগল- পিরীতিময় শ্রীযুত
চক্রবর্ত্তী গোবিন্দ।
গৌরগুণার্ণবে ঘুরত অহনিশি
জনু মন্দার গিরীন্দ্র।।
জয় জয় শ্রীযুত ব্যাস কৃপাময়
শ্যামদাস প্রভু আর।
জয় জয় পহুঁ মোর রামচরণ শর-
ণাগত করু আপনার।।
জয় জয় রাম- কৃষ্ণ কুমুদানন্দ
দ্বিজকুল-তিলক দয়াল।
জয় জয় রূপ ঘটক ঘট-রসময়
মণ্ডল ঠাকুর ভাল।।
জয় জয় নৃপবর মল্ল-বংশধর
শ্রীবীর-হাম্বির নাম।
জয় জয় শ্রীকবি- রাজ কর্ণপূর
গোকুল শ্রীভগবান।।
জয় জয় গোপী রমণ রসায়ন
উজ্জ্বল-মূরতি নিতান্ত।
জয় জয় শ্রীনর- সিংহ কৃপাময়
জয় জয় বল্লবীকান্ত।।
জয় জয় শ্রী- বল্লভ পরমাদ্ভুত
প্রেম-মুরতি পরকাশ।
প্রভু-সুতা-চরণ- সরোরূহ-মধুকর
জয় যদুনন্দন দাস।।
কবি-নৃপ-বংশজ ভুবন-বিদিত-যশ
জয় ঘনশ্যাম বলরাম।
ঐছন দুহুঁ জন নিরুপম গুণগণ
গৌর-প্রেমময়-ধাম।।
ইহ সব প্রভুগণ চরণ যাক ধন
তাক চরণ করি আশ।
অতিহুঁ অসত-মতি পামর দুরগতি
রোয়ত বৈষ্ণবদাস।।