জয় জয়দেব কবি নৃপতি-শিরোমণি
বিদ্যাপতি রস-ধাম।
জয় জয় চণ্ডী- দাস রসশেখর
অখিল-ভুবনে অনুপাম।।
যাকর রচিত মধুর-রস নিরমল
গদ্য-পদ্যময় গীত।
প্রভু মোর গৌর চন্দ্র আস্বাদিলা
রায় স্বরূপ সহিত।।
যবহুঁ যে ভাব উদয় করু অন্তরে
তব গাওই দুহুঁ মেলি।
শুনইতে দারু পাষাণ গলি যায়ত
ঐছন সুমধুর কেলি।।
আছিল গোপতে যতন করি পহুঁ মোর
জগতে করল পরকাশ।।
সো রস শ্রবণে পরশ নাহি হোয়ল
রোয়ত বৈষ্ণবদাস।।