• সকলি আমার দোষ হে বন্ধু
    সকলি আমার দোষ হে বন্ধু সকলি আমার দোষ। না জানিয়া যদি কৈরাছি পিরীতি কাহারে করিব রোষ।। সুধার সমুদ্র সম্মুখে দেখিয়া খাইনু আপন সুখে। কে জানে খাইলে গরল হইবে পাইব এতেক দুখে ।। মো যদি জানিতাম অলপ ইঙ্গিতে তবে কি অমন করি। জাতি কুল শীল মজিল সকল ঝুরিয়া ঝুরিয়া মরি।। অনেক আশার ভরসা মরুক দেখিতে করয়ে […] keyboard_arrow_right
  • সকলি আমার দোষ হে বন্ধু
    সকলি আমার দোষ হে বন্ধু সকলি আমার দোষ। না জানিয়া যদি করেছি পীরিতি কাহারে করিব রোষ।। সুধার সমুদ্র সম্মুখে দেখিয়া আইনু আপন সুখে। কে জানে খাইলে গরল হইবে পাইব এতেক দুখে।। সো যদি জানিতাম অলপ ইঙ্গিতে তবে কি এমন করি। জাতি কুল শীল মজিল সকল ঝুরিয়া ঝুরিয়া মরি।। অনেক আশার ভরসা মরুক দেখিতে করয়ে সাধ। […] keyboard_arrow_right
  • সংকীর্তনে নিত্যানন্দ নাচে
    সংকীর্তনে নিত্যানন্দ নাচে। প্রিয় পারিষদগণ কাছে।। গোবিন্দ মাধব ঘোষ গান। শুনি কেবা ধরয়ে পরাণ।। পতিতের গলায় ধরিয়া। কাঁদে পহুঁ সকরুণ হৈয়া।। গদগদ কহে পতিতেরে। শুনি যাহা পাষাণ বিদরে।। তো সরার ধারি বহু ধার। ধর ধর প্রেমের পসার।। তো সবার দুর্গতি নাশিব। ব্যাজের সহিত প্রেম দিব।। যারে পায় চায় মুখচাঁদে। গলায় ধরিয়া তার কাঁদে।। সে হেন […] keyboard_arrow_right
  • সখী সাথে চলে পথে রাই বিনোদিনী
    সখী সাথে চলে পথে রাই বিনোদিনী। বিষাদে বিকল হিয়া কহয়ে কাহিনী।। এ নারী জনমে হাম কৈলুঁ কত পাপ। সেই ফলে সদাই পাইয়ে মনতাপ।। ননদিনী কুবাদিনী প্রতি বোলে ভাজে। শাশুড়ী সঘনে মোরে আঁখি ঠারে তাজে।। সোয়ামি সোহাগে কভু না ডাকিল মোরে। নিশ্বাস ছাড়িতে নারি দেওরের ডরে।। পোড়া সে পাড়ার লোক দেখিয়া ডরাই। আপনা বলিয়া বলে হেন […] keyboard_arrow_right
  • সখীগণ মেলি করতহি গান
    সখীগণ মেলি করতহি গান। কানু গায়ত ধনি ধরতহিঁ তান।। কত কত যন্ত্র সুমেলি করি। বাওত কোই সখী তাল ধরি।। কত কত রাগিণী করত সঞ্চার। রাগ আলাপয়ে কত পরকার।। কালিন্দীতীরে করত বিহার। হেরইতে মাধব প্রেম বিথার।। keyboard_arrow_right
  • সজনি ও না মোর কে
    সজনি ও না মোর কে ? ক্ষেণেক দাঁড়ায়ে শুনিঞা যাও বাঁশী কেনে দুখ দে।। কানুর বাঁশীটি দুপুরিয়া ডাকাতি সরবস হরি নিলে। হিয়া ধকধকি পরাণ পাগলী কে মোরে এমতি কৈলে।। এমতি বেভার না বুঝি তাহার পিরীতি যাহার সনে। বেকতি করিয়া কেনে না বুঝিলে এমতি করিলে কেনে।। দোষ পরিহর বাঁশীটি সম্বর মুই হব তব দাসী। চণ্ডীদাস বোলে […] keyboard_arrow_right
  • সজনি লো সই
    সজনি লো সই। খানিক দাঁড়াও শ্যামের বাঁশীর কথা কই।। শ্যামের বাঁশীটি দু’পুরে ডাকাতি সরবস হরি নিল। হিয়া দগদগি পরাণ পাগলী কেন বা এমতি কৈল।। এমতি বেভার না বুঝি তাহার পীরিতি তাহার সনে। গোপত করিয়া কেন না রাখিলে বেকত করিলে কেনে।। দোষ পরিহরি বাঁশীটি সম্বর মো হয় তাকর দাসী। চণ্ডীদাস ভণে সম্বরহ মনে কালার সরবস বাঁশী।। keyboard_arrow_right
  • সজনি লো সই
    সজনি লো সই। তিলেক দাঁড়াও খানিক শ্যামের বাঁশীর কথাটি কই।। ধ্রু।। শ্যামের বাঁশীটি দুপুর‍্যা ডাকাতি সরবস হরি নিল। হিয়া দগদগি পরাণ-পাগলী কেন বা এমতি কৈল।। এমতি বেভার না বুঝি তাহার পীরিতি যাহার সনে। গোপত করিয়া কেন না রাখিলে বেকত করিলে কেনে।। দোষ পরিহর বাঁশীটি সম্বর আমরা তোমার দাসী। চণ্ডীদাস ভণে কহিছ কেমনে কানু-সরবস বাঁশী। keyboard_arrow_right
  • সজনী প্রেমক কো কহ বিশেষ
    সজনী প্রেমক কো কহ বিশেষ। কানুক কোরে কলাবতি কাতর কহত কানু পরদেশ।।ধ্রু।। চাঁদক হেরি সুরজ করি ভাখয়ে দিনহি রজনী করি মান। বিলপই তাপে তাপায়ত অন্তর বিরহ পিয়ক করি ভান।। কব আওব হরি হরি সঞে পূছই হসই রোয়ই খেণে ভোরি। সো গুণ গাই শ্বাস খেণে কাঢ়ই খণহি খণহি তনু মোড়ি।। বিধুমুখি বদন কানু যব মোঁছল নিজ […] keyboard_arrow_right
  • সজল জলধর অঙ্গ মনোহর
    সজল জলধর অঙ্গ মনোহর ছটায় চাহিল নহে। ঈষত হাসিয়া মনের আকুতি অরুণ নয়নে কহে।। কি আজু পেখলু বিনোদ নাগর কেলি-কলম্বের তলে। রূপ নিরখিতে আঁখির লাজ ভাসিল আনন্দ-জলে।। ফুল-মালা দিয়া কুন্তল টানিয়া ময়ূর-পুচ্ছের ছাঁদে। রঙ্গিণী-লোচন খঞ্জন বাঁধিতে পাতিল বিষম ফাঁদে।। মকর-কুণ্ডল অনঙ্গ দোলয়ে গণ্ডে দরপণ ভাণে। ভালে সে মদন দেখি প্রতিবিম্ব গোবিন্দদাস অনুমানে।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ